Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: Nayeem Arch on November 29, 2015, 12:52:42 PM
-
ঘর সাজানোও একটি শিল্প। সবার একটা স্বপ্ন থাকে তার একটা নিজের স্বপ্নের বাড়ি হোক। অনেক মানুষ আছেন যারা তাদের ঘরের প্রতিটি কোনা রঙ্গিন আর সুন্দর করে নিজে সাজাতে চান। কিন্তু পুরোপুরি এই সপর্কে জ্ঞান না থাকায় হয়ত ঠিকভাবে গোছানো হয়ে উঠেনা, কোথায় যেন অসম্পূর্ণতা থেকে যায়। কিন্তু আপনি খুব সহজেই এখন ইন্টেরিয়র ডিজাইনিং বা অন্দর সাজের প্রশিক্ষণ নিয়ে এই ব্যাপারে হতে পারেন পারদর্শী। এমনকি কোর্স শেষে নিজেই ইন্টেরিয়র ডিজাইনিং –এ নিজের ক্যারিয়ার গড়তে পারেন। ঢাকায় এরকম ইন্টেরিয়র কোর্স শিখানো হয় এমন বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
অলিয়ঁস ফ্রসেজ দ্য ঢাকার ধানমন্ডি ও গুলশান শাখায় ৬ মাস বা ১ বছর মেয়াদি অন্দরসাজের প্রশিক্ষণ দেয়া হয়। সপ্তাহে ৪দিন সকাল বা বিকেল যে কোন একটি সময় বেছে কোর্স করতে পারবেন। চাকরিজীবীদের কথা মাথায় রেখে ছুটির দিনও ক্লাসের ব্যবস্থা আছে এখানে। যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ ০১৮১৯-২৮৬০০১।
এছাড়াও ঢাকার রামপুরায় রয়েল জিপসাম দিচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। তাদের কাছ থেকে জিপসাম দিয়ে অন্দরসাজ করাতেও ছাড় পাবেন। রয়েল জিপসামে যোগাযোগের জন্য নাম্বারটি হলঃ ০১৯২৬-৯৯৫০০১।
ঢাকার আরেকটি নামকরা ইন্সটিটিউট হচ্ছে, রাফলস ইন্সটিটিউট ঢাকা। এখানে ইন্টেরিয়র কোর্সের উপর ২ বছর ডিপ্লোমা কোর্স করানো হয়। এই কোর্সে যেসব জিনিসের উপর জোর দেয়া হয় তা হল- স্পেস প্ল্যানিং, ক্রিয়েটিভ প্রবলেম সল্ভিং, কমিউনিকেশন স্কিল, বিল্ডিং মেটেরিয়ালস এবং কম্পিউটার-এইডেড ড্রাফটিং ইত্যাদি। রাফলস ইন্সটিটিউটে যোগাযোগ করে নিতে পারেন এই নাম্বারটিতে ফোন করেঃ ০১১৯৯-৮৮৬৮৬৮ ।
এটা ঠিক করা প্রায়ই কঠিন হয়ে পড়ে যে কোন ডিজাইনটা আপনার মনমত, আপানার লাইফস্টাইল অনুযায়ী আপনার ঘরের সাথে ম্যাচ করে। কিন্তু আপনি যদি এই বিষয়ে ভালভাবে ট্রেইন্ড হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপানার লাইফস্টাইলের সাথে মিলিয়ে সাজিয়ে নিতে পারবেন আপনার প্রতিটি রুম। প্রশিক্ষণের মাধ্যমে আপনি যে শুধু লে আউট সম্পর্কেই ধারণা পাবেন তা না,আপনি সঠিক ডেকোরেশন থেকে শুরু করে লাইটিং, মডার্ন ফার্নিচার,পেইন্ট কালার,পর্দার ব্যবহার,আলাদা রুম বা জায়গা অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে গোছানো বা সাজানোর ধরন সম্পর্কে জানতে পারবেন। আপানার বসার ঘরের কার্পেট থেকে শোয়ার ঘরের হালকা আলোটা বা দরজার কোনায় বড় মাটির ফুলদানিটা থেকে স্টাডি রুমের ছিমছাম পরিবেশ সবকিছুতেই একটা নান্দনিকেতার ছোঁয়া আনতে পারেন অন্দরসাজের প্রশিক্ষণ থেকে।
তাহলে আর দেরি কেন! হোক না আপনার ছোট একটা বাসা কিন্তু ওইটুকু পরিসরেই মনের মতো সাজিয়ে নিতে শুরু করে দিন অন্দরসাজ প্রশিক্ষণ। আপনার ছোট্ট নীড়কে আর দশজনের চোখে অসাধারণ করে নেয়ার ইচ্ছে থাকলে আজকেই খোঁজ নিয়ে ভর্তি হয়ে যান কোন স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী অন্দরসাজ কোর্সে। আর সাজিয়ে তুলুন মনের মতো করে নিজের কুটির।
- See more at: http://www.priyo.com/2013/03/06/12179.html#sthash.vpyYMrNQ.dpuf
-
Nice post. Thanks for sharing.
-
8)