Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: itpc on November 29, 2015, 02:04:10 PM
-
টুইনমসের ‘কম্বো গ্যাজেট’ বাজারে এসেছে। একই সঙ্গে এ যন্ত্রটি কার্ড রিডার এবং ইউএসবি হাব হিসেবে কাজ করে। এতে এসডি, এসডিএইচসি, এমএমসি, এমএমসি প্লাস, এমএস, এমএস প্রো, এমএস প্রো ডুয়ো, সিএফ, এম ২, মাইক্রো এসডি, মাইক্রো এসডিএইচসি কার্ড সমর্থন করে। কম্প্যাক্ট ডিজাইনের এই গেজেটে রয়েছে বিল্ট ইন ইউএসবি কেব্ল, ওভার কারেন্ট প্রোটেকশন এবং প্লাগ অ্যান্ড প্লে সুবিধা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা যন্ত্রটির দাম ৩৫০ টাকা।