Daffodil International University
Health Tips => Health Tips => Cancer => Topic started by: Ishtiaque Ahmad on November 30, 2015, 09:27:29 AM
-
উপ-মহাদেশে কার্ভিক্যাল ক্যানসারের মাত্রা কমে এলেও, স্থূলতা ও লাইফস্টাইলের ভিন্নতা কারণে ব্রেস্ট ক্যানসারের মাত্রা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন ভারতের অ্যাসোসিয়েশন অব গাইনিকোলোজিক অনকোলজিস্টসের প্রেসিডেন্ট ডা. নিরজা ভাটিয়া।
নারীদের ক্ষেত্রে বিভিন্ন ক্যানসারের মধ্যে কার্ভিক্যাল ও ব্রেস্ট ক্যানসার বেশি দেখা যায়। কিন্তু এ দু’প্রকার ক্যানসারই নিরাময় করা সম্ভব। অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক কনফারেন্সে তিনি একথা জানান।
অন্যদিকে, নিউইয়র্কভিত্তিক গাইনিকোলোজিক অনকোলজিস্ট ডা. শশীকান্ত লেলে জানান, ভারতে প্রতি বছর দেড় লাখ নারী বিভিন্ন ক্যানসারে ভোগেন।
অন্য এক বিশেষজ্ঞ ডা. রামা জোশি বলেন, ভাকসিন দিয়ে কার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধ করা যায়। কিন্তু ব্রেস্ট ক্যানসারের ক্ষেত্রে ৩০ বছর বা এর বেশি বয়সী নারীদের ক্যানসারের পরীক্ষা করা উচিত।
বক্তব্যের মধ্যে ক্যানসার সংশ্লিষ্ট আরও তথ্য উঠে আসে। বাড়তি ওজন ব্রেস্ট ক্যানসারের হারকে বাড়িয়ে তোলে বলে উল্লেখ করেন ডা. জোশি।
বিশেষজ্ঞরা আরও বলেন, রাত জেগে কাজ করা ও সারাক্ষণ উজ্জ্বল আলোতে থাকার ফলেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে।