Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: Nayeem Arch on December 01, 2015, 11:35:54 AM

Title: পৃথিবীর চোখ ধাঁধানো ১০টি অফিস, যা মুগ্ধ করবে আপনাকে
Post by: Nayeem Arch on December 01, 2015, 11:35:54 AM
অফিস! শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে নয়টা-পাঁচটা রোবটের মত কাজ করে যাওয়া, নিরানন্দ এক জায়গা। সেই সাথে কাজের চাপ তো আছেই। কিন্তু সব অফিস কিন্তু এক নয়। আজকের ফিচারে আমরা নিয়ে এসেছি বিশ্বের খ্যাতনামা কিছু প্রতিষ্ঠানের অফিসের ভেতরের ছবি। যেখানে রয়েছে-গুগল, ফেসবুক কিংবা নোকিয়ার মত নামী প্রতিষ্ঠানও। চলুন ঘুরেই আসা যাক। কাজের চাপ কমাতে এ প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বিনোদন ও মানসিক প্রশান্তির সব ধরণের ব্যবস্থায় করে রাখে। দেখার পর মুগ্ধ না হয়ে পারবেন না।

)এ ফিচারের প্রচ্ছদের ছবিটিতে দেখা যাচ্ছে গুগল অফিসের একটি কক্ষ... সৌজন্যঃ officesnapshots.com


- See more at: http://www.priyo.com/2014/01/31/51127.html#sthash.5HT1E3ZV.dpuf

(http://www.priyo.com/files/story/201401/amazing-creative-workspaces-office-spaces-12-16.jpg)