Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on December 03, 2015, 03:39:17 PM

Title: বিশ্বকাপের লক্ষ্যপূরণ মেয়েদের
Post by: Anuz on December 03, 2015, 03:39:17 PM
ব্যাটিং নিয়ে শঙ্কা থাকলেও বোলিং আর ফিল্ডিংটা যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের শক্তির জায়গা, সেটা আবারও প্রমাণিত ব্যাংককের মাটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে ব্যাট হাতে খুব ভালো করতে না পারলেও বল হাতে ক্ষুরধার মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। রুমানা আহমেদ, খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন ও শায়লা শারমিনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.১ ওভারে ৫৮ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস। ৩১ রানে জিতে ফাইনাল নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই পূরণ হয়েছে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন।