Daffodil International University
Famous => History => Topic started by: Lazminur Alam on December 12, 2015, 06:17:04 PM
-
একটা সময় ছিল যখন তরল একধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে কোনো লিখিত দলিল-দস্তাবেজ নকল করা যেত। ব্যাপারটা খুব সহজসাধ্য ছিল না। তরল রাসায়নিক পদার্থ লেপটে গিয়ে নকলের মান খুব ভালো হতো না। এতে করে প্রশাসনিক কর্মকাণ্ডে জটিলতাও তৈরি হতো অনেক সময়। ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী চেস্টার কার্লসন তরল রাসায়নিক পদার্থের ব্যবহার ছাড়াই দলিল-দস্তাবেজ নকল করার একটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রে ধনাত্মক বৈদ্যুতিক প্রবাহ ও আলোর সঙ্গে গুঁড়ো কালি ব্যবহার করা হতো।
যন্ত্রটি অত্যন্ত কাজের হলেও এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় অনেক পরে। ১৯৪৭ সালের দিকে এই চেস্টার কার্লসনই জেরক্স করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে বাণিজ্যিকভাবে ফটোকপি মেশিন তৈরি ও বিক্রির ব্যবসা শুরু করেন।
http://www.prothom-alo.com/pachmisheli/article/709666/ফটোকপি
-
Nice