Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Lazminur Alam on December 12, 2015, 06:49:12 PM

Title: জানার ভুল !
Post by: Lazminur Alam on December 12, 2015, 06:49:12 PM
খাওয়ার পরে সাঁতার নয়:
খেয়েদেয়ে সাঁতরাতে নামা মোটেও ক্ষতিকর নয়। পেশি সংকোচনের ঝামেলাও নেই এতে।

মহাশূন্য থেকে চীনের মহাপ্রাচীর:
মনুষ্যসৃষ্ট কোনো স্থাপনাই মহাশূন্য থেকে দেখা যায় না। তবে রাতের আলোকিত শহরগুলোর অস্তিত্ব চোখে পড়ে।

কুকুরের লালায় ঘাম নিঃসরণ:
না, কুকুর ঘাম নিঃসরণ করে আসলে তাদের থাবা দিয়ে। আর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শরীরের তাপমাত্রা।

মানুষের ইন্দ্রিয় পাঁচটি:
অনেক বিজ্ঞানীর দাবি, মানুষের ইন্দ্রিয় ২১ টি! এর মধ্যে আছে ভারসাম্য, ব্যথা, গতিশীলতা, খিদে, তেষ্টা ইত্যাদি।






http://www.prothom-alo.com/pachmisheli/article/709663/জানার-ভুল
Title: Re: জানার ভুল !
Post by: nadimhaider on December 12, 2015, 09:39:57 PM
thanks
Title: Re: জানার ভুল !
Post by: fahad.faisal on January 29, 2018, 10:45:13 PM
Thanks a lot for the informative post.