Daffodil International University
		Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS  => Topic started by: myforum2015 on December 15, 2015, 08:49:45 AM
		
			
			- 
				২০১৫সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ কিছু তথ্য (July -August):
 ----------------------------------------------------------------------
 । জুলাই
 ১। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি?
 - ৬টি(সোনালি , রুপালি, জনতা, বেসিক, বিডিবিএল)
 ২। অর্থনৈতিক সমীক্ষা ।
 অর্থনৈতিক সমীক্ষা -২০১৫। -------------------------
 1) মোট জনসংখ্যাঃ ১৫.৭৯ কোটি 2) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৬ %
 3) পুরুষ:মহিলা :: ১০৪.৯ : ১০০ 4) জনসংখ্যার ঘনত্তঃ ১,০৩৫ জন
 5) শিশু মৃত্যু হারঃ ৩৩ জন (এক বছরের কম বয়সী)
 6) প্রত্যাশিত গড় আয়ুঃ ৭০.৭ বছর
 7) সাক্ষরতার হারঃ ৬২.৩%
 8) দারিদ্রের নিম্নসীমাঃ ১৭.৬%
 9) জি.ডি.পিঃ ১৫,১৩,৬০০ কোটি টাকা (চলতি মূল্য)
 10) মাথাপিছু জি.ডি.পিঃ ১,২৩৫ (মার্কিন ডলার)/ ৯৫,৮৬৪ টাকা
 11) মাথাপিছু আয়ঃ ১,৩১৪ (মার্কিন ডলার)/ ১০২০২৬টাকা
 12) মোট তফসিলি ব্যাংকঃ ৫৬ টি
 13) আর্থিক প্রতিষ্ঠানঃ ৩১ টি (নন ব্যাংক)
 14) জি.ডি.পি প্রবৃদ্ধিঃ ৭.০০% 15) মূল্যস্ফীতিঃ ৬.২%
 16) কৃষি খাতের অবদানঃ ১৫.৯৬% (সাময়িক)
 17) শিল্প খাতের অবদানঃ ৩০.৪২% (সাময়িক)
 18) সেবা খাতের অবদানঃ ৫৩.৬২% (সাময়িক)
 19) সর্বোচ্চ বিনিয়োগকারী দেসঃ যুক্তরাজ্য (১) , দক্ষিন কোরিয়া (২)
 20) বেশী আমদানীঃ চীন, ভারত(২য়- এশিয়ার ১ম)
 21) বেশী রপ্তানীঃ যুক্তরাষ্ট্র
 --------------------
 ৩। বাজেট-২০১৫।
 ১] মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। (GDP এর 17.2 % )
 ২]রাজস্ব আয়ের পরিকল্পনা ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা (GDP এর 12.1 % )
 ৩]GDP= ১৭,১৬,৭০০কোটি টাকা [১৫,১৩,৬০০ কোটি (চলতি মুল্যে), ৮, ২৪, ৫৩২ কোটি ( স্থির মূল্যে ) অর্থনৈতিক সমিক্ষা ]
 ৪]জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ।
 ৫] মূল্যস্ফীতি ৬.২ শতাংশ।
 ৬] এডিপি ৯৭,০০০ কোটি টাকা।(GDP এর 5.7 % )
 ৭] বাজেটের ঘাটতি ধরা হয়েছে -- ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা [অনুদান ছাড়া] (GDP এর ৫% ) --- ৮০ হাজার ৮৫৭ কোটি টাকা [অনুদান সহ ]
 ৮] এনবিআর কর ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।
 ৯] এনবিআর বহিভূর্ত কর ৫ হাজার ৮৭৪ কোটি টাকা ১০]ব্যাংক ঋণ ৩৮ হাজার ৫২৩ কোটি
 ১১]বৈদেশিক উৎস্য থেকে পাওয়া যাবে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা। বাজেটে বরাদ্দকৃত কিছু খাত- ━━━━━━━━━━━━
 * সর্বোচ্চ বরাদ্ধ - অর্থ বিভাগ ১.সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ৫৬,৬৯৬ কোটি টাকা। [মোট ব্যায়ের ১৯ দশমিক ২ শতাংশ ]
 ২. কৃষিখাতে বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৯,৯৭৯ কোটি টাকা। [ মোট ব্যায়ের ৬ দশমিক ৮ শতাংশ।]
 ৩. শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ ৩৪ হাজার ৩৭০ কোটি টাকা। [মোট ব্যায়ের ১১ দশমিক ৬ শতাংশ।]
 ৪. স্বাস্থ্য খাতে ১২ হাজার ৬৯৫ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৩ শতাংশ।]
 ৫. প্রতিরক্ষাখাতে বরাদ্দ ১৮ হাজার ৩৯৮ কোটি টাকা। [মোট ব্যয়ের ৬ দশমিক ২ শতাংশ।]
 ৬. যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৭০০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৯দশমিক ৭শতাংশ।]
 ৭ .জ্বালানি ও বিদ্যুৎখাতে বরাদ্দ ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। [ মোট ব্যয়ের ৬ দশমিক ৩ শতাংশ। ]
 ৮. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০৯৯৬ কোটি টাকা। [মোট ব্যয়ের ৭ দশমিক ১ শতাংশ।]
 ৯. জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ১৩ হাজার ৬৩০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৬ শতাংশ।]
 
 করমুক্ত আয়সীমাঃ
 ━━━━━━━━━━━━
 ☆ ব্যক্তিশ্রেণী :
 ২ লাখ ৫০ হাজার টাকা। ☆নারী ও ৬৫ বছরের অধিক বয়স্ক : ৩ লাখ টাকা।
 ☆ প্রতিবন্ধী ব্যক্তি : ৩ লাখ ৭৫ হাজার টাকা। ☆গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা করদাতা : ৪ লাখ ২৫ হাজার টাকা।
 ।
 ৪।ধান উত্পাদনে বাংলাদেশের অবস্থান কত?
 - ৪র্থ । (শীর্ষ দেশ চীন )
 ৫। চলতি মূল্যে জিডিপি‘র ভিত্তিতে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
 -৪৪তম (শীর্ষ যুক্তরাষ্ট্র)
 ৬। ক্রয়ক্ষমতার ভিত্তিতে জিডিপি‘তে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশে অবস্থান কত/
 - ৩৩(শীর্ষ চীন)
 ৭। প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির অর্থনীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান
 -২২তম ( শীর্ষ পাপুয়া নিউগিনি)
 ৮। FAO-িএর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্ষুধাপীড়িত লোকসংখ্যা কত?
 - ২কোটি ৬৩লাখ।
 ৯। ২০১৫সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান
 - ৮৪তম (শীর্ষ দেশ >. >> আইসল্যান্ড , অশান্তির দেশ >> সিরিয়া)
 ১০। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
 -যুক্তরাজ্য( ২য় > দক্ষিণ কোরিয়া , ৩য় > পাকিস্তান )
 ১১। বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কতটি পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে?
 - ৭২৯টি(বাণিজ্য মন্ত্রী ২৪জুন, ২০১৫)
 ১২। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কর্মী রয়েছে?
 - ১৬০টি । মোট > ৯৩, ৪১, ৩৭৭জনএর মধ্যে নারী ৩, ৯২, ৬৫৬জন। প্রবাসী ও কল্যাণ মন্ত্রী , ১০জুন, ২০১৫)
 ১৩।টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রানের মালিক কে?
 - তামিম ইকবাল ।
 ১৪।বাংলাদেশ -ভারত এর চতুর্থ সীমান্ত হাট
 - ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
 ১৫। ঢাকা বিশ্ববিদ্যালযে অবস্থিত ‘ বিশ্বাস -ই- ৭১’ এর ভাস্কর্যের নাম
 - দীপক সরকার ।
 ১৬। বাংলাদেশ -ভারত স্থলসীমান্ত চুক্তি -১৯৭৪’ কার্যকর হয়
 -৬জুন ২০১৫।
 ১৭। জাতীয় পরিবেশ দিবস -২০১৫ ’পুরুস্কার লাভ করেন কে?
 -পিস ফর বাংলাদেশ এর প্রেসিডেন্ট , মানবাধিকার ও পরিবেশ কর্মী আইনজীবী অ্যাটভোকেট মনজিল মোরশেদ
 ১৮।বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার-২০১৫ পান কে কে?
 - অধ্যাপক মনিরুল হাসান (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়), র্যা ব, নওগাঁ েইনশিয়েটিভস ফর সোসাইটি হেরিটেজ এন্ড নেচার এবং মো: হামিদ মাস্টার । (এই পুরস্কার প্রথম দেওয়া হয় ২০১০সালে )
 ১৯। AIIBতে বাংলাদেশের শেয়ার কত ?
 ----০.৬৭২৯%(মূলধন ৬৬কোটি ৫লাখ ডলার)
 
 ২০।OPHI কর্তক বিশ্বের বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশের অবস্থান কত?
 - ৩২। (খারাপ দেশ দক্ষিণ সুদান , ভালো > বেলারুশ)
 
 ২১।ফান্ড ফর পিস এর প্রকাশিত তালিকায় ভঙ্গুর রাষ্ট্র হিসেব বাংলাদেশের অবস্থান
 -৩২(শীর্ষ ভঙ্গুর > দক্ষিণ সুদান ,সবচয়ে কম ভঙ্গুর >> ফিনল্যান্ড )
 ২২। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরে কতটি দলিল স্বাক্ষর , বিনিময়, গ্রহণ, হস্তান্তর করে?
 -২২টি।
 ২৩। নরেন্দ্রমোদীর বাংলাদেশ সফরের শেষে উভয় দেশ ‘ নতুন প্রজন্ম -নয়া দিশা’ শিরোনামে কত দফা ঘোষণা করে ?
 - ৬৫টি ।
 ২৪। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ভারতের সঞ্চার নিগম লিমিটেড এর কাছে বাংলাদেশের কোথায় ব্যান্ড উইথ ইজারা দেয় ?
 - আখাউড়ায় ।
 ২৫। বাংলাদেশ -ভারত মৈত্রী সেতু কোথায় নির্মাণ করা হবে ?
 - ফেনী নদীর ওপর
 ২৬।ICDDRB'র উদ্ভাবিত নতুন খাদ্যের নাম কি?
 -RUTF >> Ready to Use Therapeutic Food(RUTF)
 ২৭/ প্রাচ্যের ল্যানসেট নামে পরিচিত
 --ICDDRB' এর Journal of Health, Population, and Nutrition
 ২৮। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু ঋণ কত?
 - ৩২,০০০টাকা
 ২৯। ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কতটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে?
 -৬টি।
 ৩০। ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা কত?
 -১কোটি ৩২ লাখ।
 ৩১।৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় জিডিপি‘র লক্ষমাত্রা কত?
 -৮%
 ৩২। ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে?
 --৪%।
 ৩৩। ৭ম পঞ্চ বার্ষিক পরিকল্পনায় দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে ?
 - ১৬.৬%।
 ৩৪। বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে
 - বাগের হাটের মংলায় (২০৫ একর জমির উপর )এখন পর্যন্ত মোট ৩০টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করবে Bangldesh Economic Zone Authority(BEZA)
 35. BBIN (Bangladesh, Bhutan, India, Nepal ) চারদেশীয় সড়ক যোগাযোগের এর রুট কতটি হবে?
 - ৪টি। (৩০দিনের জন্য ভ্রমন করতে পারবে। )প্রতি ৩বছর পর পর চুক্তি নবায়ন করা হবে।
 ৩৬।বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের জাতীয় পাখি দোয়েল?
 - যুক্তরাজ্য(কমলা রংগের রোবিন বা দেয়েল ), সুইডেন।
 -------------
 আগস্ট
 -----------
 ১। বিশ্বব্যাংকের তথ্যমতে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
 - ১০৮০ মার্কিন ডলার ।
 ২। বিশ্ববাংক কবে বাংলাদেশকে নিম্ম মধ্যম আয়ের দেশে অন্তর্ভূক্ত করে ?
 - ১জুলাই , ২০১৫।
 ৩। ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোনটি ?
 -আসামের গুয়াহাটি।
 
 ৪। বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
 -আলিকদম -থানচি। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ২৫০০ ফুট)
 ৫। এলপিজি শুল্ক স্টেশন কোথায় ?
 - চট্টগ্রামের সীতাকুন্ডে ।
 ৬। লুনা, তারাপুরী, কাজলা, নয়নতারা, বিজয় প্রভৃতিকি?
 - নতুন জাতের হাইব্রিড বেগুন।
 ৭। একাত্তরের গেরিলা ‘ গ্রন্থের লেখক কে?
 - ড. জহিরুল ইসলাম ।
 ৮।ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে কে?
 - বাংলাদেশের তাইজুল ইসলাম
 ৯।বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম কি?
 - খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ।
 ১০। বাংলাদেশের কোন নদীতে ট্যানেল নির্মাণ করা হবে ? কোন দেশ করবে ?
 - কর্ণফূলী নদীতে । চীন করবে।
 ১১। ২০১৫সালের বিশ্ব খাদ্য পুরুস্কার লাভকারী বাংলাদেশেীর নাম কি?
 -- স্যার ফজলে হাসান আবেদ।
 ১৩। বাংলাদেশের মোট স্থল বন্দর কতটি ?
 - ২২টি।
 `১৪। বর্তমানে দেশে ব্যাংক -বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি ?
 - ৩২টি।
 ১৫।বর্তমানে বাংলাদেশে মন্ত্রিসভার মোট সদস্য কতজন ?
 - ৫৩জন।
 ১৬। পূর্ণ মন্ত্রী (প্রধানমন্ত্রী সহ)
 -৩৩জন ।
 ১৬। টেকনোক্র্যাট মন্ত্রী কতজন/
 - ২জন।
 ১৬। মহিলা মন্ত্রী কতজন ?
 - ৫জন।
 ১৭। বাংলাদেশে বর্তমানে বস্তির সংখ্যা কত?
 - ১৩, ৯৪৩টি।
 ১৮।বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান
 -৫৭তম ( শীর্ষ নরওয়ে) সার্কভুক্ত দেশে > ৬ষ্ঠ(শীর্ষ মালদ্বীপ)
 ১৯। মাছের লবন নিয়ন্ত্রণকারী ও লবণ সহনশীল জিন সনাক্ত করেন?
 -অধ্যাপক মুহাম্মদ ইউসুফ আলী(খুলনা বিশ্ববিদ্যালয়)
 ২০। অধরা কণা ‘ভায়েল ফার্মিয়ন’ কে আবিষ্কার করেন?
 - জাহিদ হাসান।
 For more: https://www.facebook.com/groups/bcsourgoal.largest/permalink/896946700401302/