Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Md. Zakaria Khan on December 19, 2015, 12:54:05 PM

Title: আবিষ্কৃত হলো পৃথিবীর কাছের বাসযোগ্য গ্রহ
Post by: Md. Zakaria Khan on December 19, 2015, 12:54:05 PM

তথ্য প্রযুক্তি
আবিষ্কৃত হলো পৃথিবীর কাছের বাসযোগ্য গ্রহ

পৃথিবী থেকে ১৪ আলোকবর্ষ দূরে ‘ওলফ ১০৬১সি’ নামে একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের বিশ্বাস এ গ্রহটিতে রয়েছে জীবনধারণের উপযোগী পরিবেশ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
পৃথিবী থেকে এ গ্রহটির দূরত্ব খুব একটা বেশি নয়। আর এত কাছের একটি গ্রহে জীবনধারণের উপযোগী পরিবেশ রয়েছে জানতে পেরে পৃথিবীর বাইরের জীবনের সন্ধানে নতুন করে উৎসাহী হয়ে পড়েছেন গবেষকরা।
‘গোল্ডিলকস জোন’ নামে এলাকায় জীবনধারণের উপযোগী পরিবেশের একটি অবস্থান চিত্রিত করা হয়েছে। এ এলাকাতেই পড়েছে ‘ওলফ ১০৬১সি’ নামে একটি গ্রহটি। এ জোনে পড়ার কারণে গ্রহটি জীবনধারণের উপযোগী বলে মনে করছেন গবেষকরা। এ গ্রহের অবস্থান এমন স্থানে রয়েছে, যা খুব বেশি গরম নয় আবার খুব বেশি ঠাণ্ডাও নয়। ফলে এ গ্রহটিতে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে।
এ গ্রহটি হলো পৃথিবীর কাছাকাছি প্রথম গ্রহ, যেখানে প্রাণ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগেও এ ধরনের গ্রহ আবিষ্কৃত হয়েছে। তবে সেগুলো পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে হওয়ায় তা পর্যবেক্ষণ দুরূহ।
এ গ্রহটিসহ আরো দুটি গ্রহ পাওয়া গেছে নক্ষত্রটির চারপাশে আবর্তনরত অবস্থায়। এ বিষয়টি সাম্প্রতিক একটি গবেষণায় জানা যায়। সে গবেষণাপত্রটির প্রধান লেখক ড. ডানকান রাইট এক বিবৃতিতে জানান, ‘এটি খুবই আনন্দদায়ক খবর যে, এ ধরনের তিনটি গ্রহই হালকা। সম্ভবত পাথুরে ও কঠিন পৃষ্ঠ রয়েছে এগুলোর পৃষ্ঠ ও অভ্যন্তরে। ‘ওলফ ১০৬১সি’ নামে গ্রহটি গোল্ডিলকস জোনের অন্তর্ভুক্ত। এখানে তরল পানি থাকার সম্ভাবনাও রয়েছে- এবং সম্ভবত জীবনও রয়েছে তাতে।’
জীবনের সম্ভাবনা থাকায় এ গ্রহটিতে নতুন করে অনুসন্ধান শুরু করেছেন গবেষকরা। বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে গ্রহটির দৃশ্য ধারণের চেষ্টা করা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে যে গ্রহটিতে জীবনধারণের উপযোগী কী কী রয়েছে।

Tech & Science   (Internet)
Title: Re: আবিষ্কৃত হলো পৃথিবীর কাছের বাসযোগ্য গ্রহ
Post by: monirulenam on March 02, 2016, 12:54:37 PM
Thanks for your sharing