Daffodil International University
Bangladesh => Heritage/Culture => Topic started by: Md. Zakaria Khan on December 20, 2015, 04:27:13 PM
-
সূর্যের শক্তি নিঃশেষ হওয়ার’ ভয়ে সৌরবিদ্যুত প্রকল্প বাতিল -
আমেরিকার একটি শহরে জন-উদ্বেগের ফলে সৌরবিদ্যুত প্রকল্প বাতিল করেছে কর্তৃপক্ষ। অনেকের ধারণা, সৌর প্যানেল লাগানো হলে সূর্যের শক্তি নিঃশেষ হয়ে যাবে! ফলে গাছপালা মারা যাবে। ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে যাবে। এমনকি মানুষের ক্যান্সারও হতে পারে! নর্থ ক্যারোলাইনের উডল্যান্ড শহরের টাউন কাউন্সিলের সভায় মানুষের এমন বিদঘুটে উদ্বেগের কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। ববি ম্যান নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সৌর প্রকল্প স্থাপিত হলে সূর্যের সব শক্তি নিঃশেষ হয়ে যাবে! ফলে উডল্যান্ডে আর ব্যবসা করা যাবে না। অবসরপ্রাপ্ত বিজ্ঞানের শিক্ষিকা জ্যান ম্যান বলেন, সৌরপ্যানেলের ফলে ওই এলাকায় গাছপালা সালেকসংশ্লেষণ করতে পারবে না। ফলে বড় হবে না গাছপালা! জ্যান ম্যান আরও বলেন, যেখানে সৌরপ্যানেল স্থাপিত হয়েছে, তার পাশের গাছপালাকে বিবর্ণ হয়ে মারা যেতে দেখেছি আমি। কারণ, তারা যথেষ্ট সূর্যালোক পায় না! তিনি সৌরবিদ্যুতনির্ভর এলাকায় উচ্চমাত্রার ক্যান্সারজনিত মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন। তার প্রশ্ন, সৌরপ্যানেলের কারণেই যে ক্যান্সার হয়নি, তা কে বলতে পারে? - See more at: http://amarbangladesh-online.com/
-
Thanks a lot for the informative post.