Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: A-Rahman Dhaly on January 24, 2016, 02:23:30 PM

Title: একটি ভুল মাসআলা : কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না!
Post by: A-Rahman Dhaly on January 24, 2016, 02:23:30 PM
কিছু মানুষের ধারণা, নাপাক কাপড় পাক করার সময় যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাপড় যতই ধোওয়া হোক পাক হবে না। এটি একটি ভুল ধারণা, এর কোনো ভিত্তি নেই।

নাপাক কাপড় পাক করার জন্য ভালো করে তিনবার ধুতে হবে এবং প্রত্যেকবার কাপড়ের পানি নিংড়িয়ে নিতে হবে। নাপাকী যদি দৃশ্যমান হয় তাহলে কাপড় থেকে সে নাপাকী কোনোভাবে সরিয়ে ফেলতে হবে এবং তিনবার ভালোভাবে নিংড়িয়ে ধুতে হবে। এভাবে ধোওয়ার দ্বারাই কাপড় পবিত্র হয়ে যাবে। এর সাথে বিসমিল্লাহ বলা না বলার কোনো সম্পর্ক নেই।

তবে কাপড় পাক করা একটি নেক আমল। এর শুরুতে বিসমিল্লাহ বলা হলে তা তো ভালই। কিন্তু বিসমিল্লাহ বলা ছাড়া কাপড় পাক হবে না এটা ভুল মাসআলাহ।
-মাসিক আলকাউসার রবিউল আউয়াল-রবিউস সানী ১৪৩৭ . জানুয়ারি ২০১৬
Title: Re: একটি ভুল মাসআলা : কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না!
Post by: shilpi1 on April 03, 2017, 10:51:49 AM
good post.
Title: Re: একটি ভুল মাসআলা : কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না!
Post by: abbas on April 29, 2018, 12:13:45 AM
It is sunnah  that before starting any good work  " in the name of Allah"
Title: Re: একটি ভুল মাসআলা : কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না!
Post by: hassan on April 29, 2018, 03:23:10 PM
It is better to say Bismillah first