Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: A-Rahman Dhaly on January 24, 2016, 03:34:34 PM

Title: একটি ভুল মাসআলা : নাপাকি লাগলে কি কাপড়ের কোণা ধুলেই চলবে?
Post by: A-Rahman Dhaly on January 24, 2016, 03:34:34 PM
কোনো কোনো মানুষ মনে করেন, কাপড়ে নাপাকি লাগলে বা নাপাকির ছিটা লাগলে কাপড়ের এক কোণা ধুলেই পবিত্র হয়ে যাবে। তাদের এ ধারণা ঠিক নয়। বরং কাপড়ের যে অংশে নাপাকি লেগেছে সে অংশই ধুতে হবে। নইলে কাপড় পবিত্র হবে না।
-মাসিক আলকাউসার

সফর ১৪৩৬ . ডিসেম্বর ২০১৪

পুরোনো সংখ্যা . বর্ষ: ১০ . সংখ্যা: ১১