Daffodil International University
Entrepreneurship => Research on Entrepreneurship => Topic started by: Karim Sarker(Sohel) on February 04, 2016, 03:47:21 PM
-
একটি মেয়ে, যখন সে কিশোরী, মফোশ্যল শহরের প্রাইমারী স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলে পদার্পণ। প্রচন্ড ইচ্ছা পড়ালেখার প্রতি। নিন্মমধ্যবিত্ত ৬ ভাইবনের অভাবের সংসার। একমাত্র বাবার ইনকাম আর মাঝে মাঝে মামার বাড়ীর সাহায্য সহায়তায় চলে সংসারের চাকা। ঘরের কাজ, অসুস্থ মায়ের সেবা, অনেক দুরের স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে এসে আবার কাজ, দিন কাটে তার এভাবে। তাই রাত জেগে পড়ালেখা, কাকডাকাভোর পর্যন্ত। অনেক অনেক বাধা বিগ্ন পেরিয়ে যখন সে ক্লাশ টেন-এ এস,এস,সি পরীক্ষার দ্বারপ্রান্তে ঠীক তখনই তার বিয়ে হয়ে গেল । সেই সাথে শেয হলো তার পড়ালেখা, তার স্বপ্ন, তার সবকিছু। কিন্তু পড়ালেখার ইচ্ছাটা দমে নি। সংসারে পা রখল বেস্ত শহরে, নতুন পরিবেশে শুরু হলো কঠিন সংগ্রাম, শশুর শাশুরীর সেবা, স্বামীর যত্ন, সন্তান লালন পালন এর ফাকে আবারো শুরু হল পড়ালেখা। অনেক প্রতিবন্ধকতা, অনেক নিষেধাজ্ঞা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে একদিন গ্রেজুয়েট হলো সেই মা তবু তার মন ভরেনি, কি যেনো অভাব তাকে তাড়া করতে থাকলো। সে স্বপ্ন দেখতে থাকল তার সন্তানকে নিয়ে আরো উচ্চ শিক্ষার। এবারো প্রচন্ড প্রতিকুলতা, প্রচন্ড অসহযোগীতা, প্রচন্ড বাধা বিপত্তির মধ্য দিয়ে সে এগুতে থাকলো তার সন্তানদের নিয়ে উচ্চ শিক্ষার জন্য শুধুমাত্র তার মায়ের দোয়া নিয়ে। প্রবল উদ্যম, ইচ্ছাশক্তি আর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তার মেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রেজুয়েশন কমপ্লিট করে একটি ভাল প্রাইভেট সংস্থায় চাকরী করছে।
-
See the picture