Daffodil International University
Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: myforum2015 on February 04, 2016, 05:12:20 PM
-
প্রতিবাদের কত রকম ভাষা জানে মানুষ! আছে করুণার কত বিচিত্র প্রকাশ। যখন ইসরায়েলি সেনাবাহিনীর ছুড়ে দেওয়া বোমার আঘাতে নিত্য অকাতরে প্রাণ হারায় ফিলিস্তিনি নর-নারী-শিশু, তখন করুণার অবতার হয়ে সেইসব বোমার খোলস সংগ্রহ করে তাতে ফুল চাষ করছেন ফিলিস্তিনি এক দয়াময়ী নারী।