Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: myforum2015 on February 04, 2016, 05:44:05 PM
-
এক বৃদ্ধ ডাক্তারের কাছে গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার শরীর খুব খারাপ!’
ডাক্তার তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন, ‘একটা সবুজ ক্যাপসুল আছে, সকালে উঠে সেটা এক মগ পানি দিয়ে গিলে ফেলবেন। হলুদ রঙের একটা আছে, সেটা খাবেন দুপুরের খাবারের পর। অবশ্যই সঙ্গে এক মগ পানি। আর লাল রঙেরটাও এক মগ পানি দিয়ে খাবেন রাতের বেলা।’
বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ‘কিন্তু আমার সমস্যাটা কী?’
ডাক্তার বললেন, ‘আপনি পানি কম খান।’
-
হে হে হে ... :D :D
-
:)
-
:D ;D ;)