Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on February 10, 2016, 10:39:15 AM

Title: উ. কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করছে: যুক্তরাষ্ট্র
Post by: Shahrear.ns on February 10, 2016, 10:39:15 AM
উত্তর কোরিয়া তাদের সম্প্রতি চালু করা একটি পারমাণবিক চুল্লিতে পুনরায় প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থার প্রধান।
ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার সতর্ক করে দিয়ে বলছেন, পিয়ংইয়ং অচিরেই পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়ামের মালিক বনে যেতে পারে।
দেশটি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিরও উদ্যোগ নিয়েছে বলে জানাচ্ছেন তিনি।একটি সিনেট কমিটির মুখোমুখি হয়ে মি. ক্ল্যাপার বলেন, এটি একটি একটি প্লুটোনিয়াম রিঅ্যাকটর, যেখান থেকে পারমানবিক বোমার কাঁচামাল পাওয়া সম্ভব।উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়ানোর পথে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশটি গত সেপ্টেম্বর মাসেই ইয়ংবিনের প্রধান পারমানবিক চুল্লির কার্যক্রম পুনরায় চালু করে।আর এর পর গত মাসেই চতুর্থতম পারমানবিক অস্ত্র পরীক্ষাটি চালায়।

কুড়ি কিলোটন সক্ষমতার একটি বোমা তৈরিতে চার কেজির মতো প্লুটোনিয়ামের প্রয়োজন এবং বিশেষজ্ঞদের মতে, পূর্ণ উৎপাদনে থাকলে ইয়ংবিনের চুল্লী থেকে বছরে একটি পারমানবিক বোমা তৈরির কাঁচামাল পাওয়া সম্ভব।-BBC
Title: Re: উ. কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন করছে: যুক্তরাষ্ট্র
Post by: myforum2015 on February 10, 2016, 12:11:53 PM
Thanks for sharing....