Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: myforum2015 on February 10, 2016, 12:15:30 PM

Title: বরফ চাপা সেনাকে ছয়দিন পর জীবিত উদ্ধার
Post by: myforum2015 on February 10, 2016, 12:15:30 PM
প্রায় ২৫ ফুট বরফের নিচে ৬ দিন চাপা থেকেও জীবিত! ঘটনাটি অত্যাশ্চর্য মনে হলেও এমনটিই ঘটেছে বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত ভারতের কাশ্মীরের সিয়াচেন হিমবাহে। সেখানে বরফধসের ৬ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় এক সেনা কর্মকর্তাকে। খবর হিন্দুস্থান টাইমস, এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়েছে, ওই সেনার নাম ল্যান্স নায়েক হানামানথাপ্পা। তিনিসহ ১০ ভারতীয় সেনা ৩ ফেব্রুয়ারি তুষারধসে চাপা পড়েছিলেন । ধারণা করা হচ্ছিল, তুষার চাপায় সব সেনার মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সময় সোমবার গুরুতর আহত অবস্থায় বরফের ২৫ ফুট গভীর থেকে হানামানকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের বিষয়ে উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুদা বলেন, এটা ছিল অলৌকিক বিষয়। ল্যান্স নায়েক হানামানথাপ্পাকে বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আরআর হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ৫টি মৃতদেহ উদ্ধার ও ৪টি মৃতদেহকে শনাক্ত করা হয়েছে। দুঃখজনকভাবে অন্য সব সেনা আমাদের মাঝে আর নেই’, যোগ করেন হুদা। সেনা সূত্রে জানা যায়, বরফে চাপা পড়ে হানামানও মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন। ৩ ফেব্রুয়ারিতে হিমবাহে চাপা পড়ার পর ৪ ফেব্রুয়ারি থেকে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনী।

 - See more at: http://www.jugantor.com/ten-horizon/2016/02/10/