Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: Akter Hossain on February 18, 2016, 01:05:40 PM
-
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। স্টিভ জবসের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি আইফোন, আপপ্যাড এবং আইম্যাকের মত ডিভাইস উৎপাদন বিশ্বব্যাপী ও বাজারজাত করছে। আপনি কখনো ভেবে দেখেছেন কি অ্যাপল ডিভাইসের আই ( I ) এর অর্থ? উত্তরটা জানা না থাকলে এক্ষুনি তা জেনে নিন।
স্টিভ জবস কখনোই অহঙ্কারি ছিলেন না যে, স্বমহিমা প্রকাশে সর্বত্র ‘I’ জুড়ে দেবেন। ১৯৯৮ সালে যখন আইম্যাক বাজারে আসে, তখন ইন্টারনেট কলেবরে বাড়ছে। সেই কথা মাথায় রেখে জোবস ইন্টারনেট-কে মাথায় রেখে বলেছিলেন, ‘‘I হল ইন্টারনেট।’’
এর পরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে ইন্টারনেট। জোবস-এর ব্যবসাও বাড়তে থাকে বিভিন্ন দিকে। ফলে সেই I-এর অর্থেও বিস্তৃতি ঘটান জবস।
বর্তমানে I-এর অর্থ হল ইনফরমেশন, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্ট, ইনফর্ম এবং ইনস্পায়ার। এই চারটি শব্দের উপরেই দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাপল’ এর ব্যবসায়িক দর্শন।
-
Nice one 'I' :o
-
Nice to Know............ :)
-
Stive Jobs was so prudent that he could realize the importance of Internet and put his mobiles name I-Phone.
-
what a Nice combination!!!
-
Didn't know that. Thanks for writing.