Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on February 27, 2016, 04:18:40 PM

Title: Less memory of Bulky man!
Post by: rumman on February 27, 2016, 04:18:40 PM
স্থূল বা মোটা ব্যক্তিদের স্মৃতিশক্তি হালকা-পাতলা গড়নের ব্যক্তিদের চেয়ে কম হয়। সম্প্রতি এক গবেষণায় এ দাবি করা হয়েছে। তবে সব স্মৃতির ক্ষেত্রেই নয়। বলা হচ্ছে, মোটা ব্যক্তিরা সাধারণ জ্ঞানের মতো বিষয়গুলো মনে করতে পারে, কিন্তু ‘কাহিনীমূলক স্মৃতি’ (এপিসোডিক মেমোরি) তারা খুব একটা স্মরণেরাখতে পারে না।

গবেষণার সারবস্তু সম্প্রতি ‘কোয়ার্টারলি জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেখানে বলা আছে, ৫০ জন ব্যক্তির ওপর গবেষণাটি চালানো হয়েছে। এদের মধ্যে স্থূল ও শীর্ণকায় ব্যক্তিরা ছিল। গবেষণার অংশ হিসেবে এদের সবাইকে কম্পিউটার স্ক্রিনের সামনে বসিয়ে নানা ধরনের দৃশ্য দেখানো হয়। এরপর তাদের বলা হয়, একে একে সেগুলো স্মরণ করতে। তাতে দেখা গেছে, মোটা ব্যক্তিরা চিকন ব্যক্তিদের চেয়ে ১৫ শতাংশ নম্বর কম পেয়েছে।

গবেষকরা বলেন, কারো করমর্দনের অনুভূতি কেমন ছিল কিংবা কয়েক দিন আগে খাওয়া কোনো কফির ঘ্রাণ কেমন ছিল—তা স্থূল ব্যক্তিরা সহজে স্মরণ করতে পারে না। কিন্তু সাধারণ জ্ঞানের মতো বিষয়গুলোতে তাদের স্মৃতিশক্তি শীর্ণকায় ব্যক্তিদের চেয়ে কম নয়। সূত্র : বিবিসি।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/02/27/329613#sthash.HqduPGMO.dpuf
Title: Re: Less memory of Bulky man!
Post by: nasima.nfe on March 13, 2016, 11:57:08 AM
Thanks, we should always cautious about our health.