Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Body Fitness => Topic started by: Lazminur Alam on February 27, 2016, 05:38:26 PM

Title: নখ দেখে কি স্বাস্থ্যের খবর জানা যায়?
Post by: Lazminur Alam on February 27, 2016, 05:38:26 PM
আঙুলের আকার, আঙুলের ছাপ, নখ বা হাতের অবস্থা দেখে জানা যেতে পারে আপনার স্বাস্থ্যের ভালো-মন্দ কিছু খবর। কোনটা কোন অসুখের লক্ষণ হতে পারে, সে সম্পর্কে কিছু তথ্য বিভিন্ন গবেষণায় জানা গেছে।
১.হাতের মুঠি বা ‘পাঞ্জার’ জোর বেশি হলে বুঝতে হবে আপনার পেশিশক্তি ও সার্বিক স্বাস্থ্য ভালো। ১৭টি দেশের ১ লাখ ৪০ হাজার মানুষের ওপর পরিচালিত পরীক্ষা-নিরীক্ষার ফল অনুযায়ী, যাঁদের মুঠির জোর দুর্বল, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বাড়তি আশঙ্কা রয়েছে। তাঁদের হৃদ্রোগে মৃত্যু এড়ানোর সম্ভাবনাও কম।
২.হাতের তালু অতিরিক্ত ভেজা ভেজা থাকলে বুঝতে হবে থাইরয়েড সমস্যা, ঋতুবিরতি (মেনোপজ) বা হাইপারহাইড্রোসিসের লক্ষণ। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩. ভারতে স্থায়ী কিডনি রোগে আক্রান্ত ১০০ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, তাদের ৩৬ শতাংশের আঙুলের নিচের অর্ধেক সাদা ও ওপরের অর্ধেক বাদামি রঙের। কিছু হরমোন বেড়ে যাওয়ায় ও স্থায়ী রক্তশূন্যতার কারণে এ রকম হতে পারে। এগুলো স্থায়ী কিডনি রোগের লক্ষণ। আবার সুপ্ত মেলানোমার লক্ষণও হতে পারে, যা চামড়ার ক্যানসার। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. যুক্তরাজ্যের গবেষকেরা ১৩৯ জনের আঙুলের ছাপ পরীক্ষা করে দেখেছেন, যাঁদের এক বা একাধিক আঙুলের রেখাগুলো চক্রাকারে সাজানো, তাঁদের উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা বেশি। আঙুলের রেখাগুলো চক্রাকার হওয়ার একটি কারণ হতে পারে ভ্রূণাবস্থায় সৃষ্ট সমস্যা, যা পরবর্তীকালে রক্তচাপের ওপর প্রভাব ফেলে।
৫. সাধারণত পুরুষের অনামিকা তাঁর তর্জনীর চেয়ে লম্বা হয়। এই বৈশিষ্ট্য যেসব নারীর আঙুলের ক্ষেত্রে দেখা যায়, তাঁদের হাঁটুতে অস্টিও আরথ্রাইটিসের আশঙ্কা থাকে। আরথ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজমের এক গবেষণায় এটা জানা গেছে। ইস্ট্রোজেনের স্বল্প মাত্রার কারণে এটা হতে পারে। নারী-পুরুষনির্বিশেষে যাঁদের এই বৈশিষ্ট্য থাকে, তাঁদের ক্রীড়া সামর্থ্য ও গলার জোর বেশি হয়।


সূত্র: রিডার্স ডাইজেস্ট, এশিয়া, ফেব্রুয়ারি ২০১৬