Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on March 07, 2016, 10:57:19 PM

Title: ফেসবুকে কীভাবে বিজ্ঞাপন দিবেন?
Post by: subrata.ns on March 07, 2016, 10:57:19 PM


ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে। তারা বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাড প্যাকেজ এর সুজগ দিয়ে থাকে। বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাড প্যাকেজ থেকে আপনি আপনার পসন্দের প্যাকেজটি  অর্ডার করতে পারেন। আপনার অ্যাড এর ডিযাইন করা, আপনার সম্ভাব্য ক্রেতা খুজে বের করা, আপনার অ্যাড প্রছার করা থেকে যাবতীয় কাজের দায়িত্ত পালন করবে সেই অ্যাড কোম্পানি। বাংলাদেশে এই ধরনের সার্ভিস দেয় এমন প্রতিস্থানের মদ্ধে সবচেয়ে ভালো হচ্ছে ADS. কারন একমাত্র  ADS ই Quantam AD Network software ব্যবহার করে আপনার অ্যাড কে সবচেয়ে কার্যকরী ভাবে আপনার ক্রেতার কাছে পৌছাতে পারে। আপনি ADS এর ওয়েবসাইট থেকে ফেসবুক অ্যাড সহ আরও বিভিন্ন ধরনের অ্যাড দিতে পারবেন। website: www.adsqan.com .