Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on March 07, 2016, 11:04:27 PM
-
বিশ্বখ্যাত রাপুর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল ৬৬১০ মডেলের ডুয়েল-মোড অপটিকাল মাউস।২.৪ গিগাহার্জ গতির ওয়্যারলেস কানেকশন সহ এতে রয়েছে ব্লুটুথ সংযোগ।এই ডুয়েল মোড সংযোগের মাধ্যমে মাউসটি ১০ মিটার দুরত্ব থেকে কাজ করতে সক্ষম। ইনভিজিবল ট্র্যাকিং ইঞ্জিন, ন্যানো রিসিভার, ১০০০ ডিপিআই র্যাজুলেশন এবং অ্যাফিক্সড মেটাল স্ট্রিপ স্ক্রল হূইল সম্পন্ন মাউসটির রয়েছে ৯ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ ।২ বছর ওয়ারেন্টিসহ মাউসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫০/-টাকা।
-
good post
-
Good news.
-
Thanks for your significant information....