Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: 750000045 on March 08, 2016, 06:12:15 PM
-
মঙ্গলবার রাজশাহীর বেসরকারি ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের’ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেসব শর্ত দেওয়া হয়েছে তার প্রথমটি হলো নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে। স্থায়ী শিক্ষক, শিক্ষার মান, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইতোমধ্যে ১৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে তাদের যাত্রা শুরু করেছে। আর ২৭টি নিজস্ব ক্যাম্পাসে আংশিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানান মন্ত্রী।
“তবে দুর্নাম যারা কুড়িয়ে নিয়ে আসছেন তাদের টিকে থাকতে দেব না। আমরা চাই ভালো বিশ্ববিদ্যালয়।”
আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে তৈরি করতে হবে কারিগরি শিক্ষায়। গতানুগতিক শিক্ষায় এটা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
“শুধু পরীক্ষায় পাশ করলে হবে না। আমাদের দেশের সমস্যার সমাধান বাইরের কেউ করে দেবে না। এজন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদেরই জ্ঞান সৃজন করতে হবে, গবেষণা করতে হবে।”
মন্ত্রী বলেন, শুধু জ্ঞান-প্রযুক্তিতে শিক্ষিত হলেই হবে না। ভালো মানুষ হতে হবে। শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা ও দেশ প্রেমের সমন্বয় না হলে মানবকল্যাণে কাজ করা সম্ভব না।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর খড়খড়ি এলাকায় নিজস্ব ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওসমান গনি তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান, সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল খালেক ও এম সাইদুর রহমান খান।
২০১২ সালে ৬টি বিভাগে ৮৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনটি অনুষদে ১০টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। শিক্ষক আছেন পূর্ণকালীন ১১৩ জন ও খণ্ডকালীন ৩৬ জন।
বর্তমানে তিনটি অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।
-
Good post
-
Thanks for sharing.
-
Thanks for sharing.............. :)
-
Good comments from a good man.........
-
It's really an inspiring speech.
-
Worth-reading.
Education for all. Nicely spoken, Hats off.
Thanks for the post.
-
Thanks for sharing. Informative indeed.
Regards,
D.G. Y. Showrav
Lecturer
Dept. of Business Administration.
-
Absolutely right.
-
Indeed.... :)
-
Thanks for Sharing.
Regards,
Dewan G. Y. Showrav
Lecturer
Dept. of Business Administration