Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Shakil Ahmad on March 10, 2016, 12:02:11 AM

Title: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (জন্ম: ১৮৮০ – মৃত্যু: ১৯৩১)
Post by: Shakil Ahmad on March 10, 2016, 12:02:11 AM
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (জন্ম: ১৮৮০ – মৃত্যু: ১৯৩১) আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। তিনিও কাজী নজরুলের মত বিদ্রোহী লেখক ছিলেন । ব্রিটিশদের রোষাণলে পড়ে তাঁকে বহুবারই দীর্ঘমেয়াদে কারাভোগ করতে হয়। ১৯০০ সালে তিনি তাঁর প্রথম কাব্যগ্রন্থ অনলপ্রবাহ রচনা করেন, গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তিনি একাধারে ছিলেন একজন কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ।

প্রারম্ভিক জীবনঃ
সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ১৩ই জুলাই, ১৮৮০ সালে ব্রিটিশ ভারতের পাবনা জেলার সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি নামের শেষের ‘সিরাজী’ গ্রহণ করেন পারিবারিক ধর্মীয় কারণে। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল যে তার পড়াশুনার খরচ চালাতে পারত না। ১৯১২ সালে বলকান যুদ্ধের সময় তিনি একদল চিকিৎসকের সাথে তুরস্কে যান। পরবর্তীতে প্রথমে তিনি কংগ্রেস ও পরে মুসলিম লীগে যোগ দেন।
সাহিত্য কর্মঃ
কাব্যগ্রন্থঃ
অনলপ্রবাহ(১৯০০)
উছ্বাস(১৯০৭)
উদ্বোধন(১৯০৭)
নব উদ্দীপনা(১৯০৭)
স্পেন বিজয় কাব্য(১৯১৪)
মহাশিক্ষা
উপন্যাসঃ
তারা-বাঈ(১৯০৮)
নূরউদ্দিন(১৯২৩)
ফিরোজা বেগম(১৯২৩)
রায়নন্দিনী (১৯১৬)
জাহানারা (১৯৩১)
সঙ্গীত গ্রন্থঃ
সঙ্গীত সঞ্জীবণী(১৯১৬)
প্রেমাঞ্জলি(১৯১৬)
প্রবন্ধঃ
স্বজাতি প্রেম(১৯০৯)
আদব কায়দা শিক্ষা(১৯১৪)
স্পেনীয় মুসলমান সভ্যতা(১৯১৬)
সুচিন্তা(১৯১৬)
মহানগরী কর্ডোভা
তুর্কী নারী জীবন(১৯১৩)
ভ্রমণ কাহিনীঃ
তুরস্ক ভ্রমণ(১৯১০)
ইসমাইল হোসেন
সিরাজীর উপন্যাস
গুলো মনে রাখার
টেকনিকঃ
_____
‪টেকনিকঃ‬[রানুর
ফিতা]
★রা – রায় নন্দিনী
★নুর – নুর উদ্দিন
★ফি – ফিরোজা বেগম
★তা – তারাবাঈ
______________________________
‪‎ইসমাইল‬ হোসেন
সিরাজীর কাব্য;
ভ্রমণ কাহিনী; ও
মহাকাব্য একসাথেঃ
.
টেকনিকঃ[নব-উদ্
দীপনা উচ্ছাসে অনল
প্রবাহে তুরস্কে
ভ্রমন করে স্পেন
বিজয় করল]
‪#‎কাব্যঃ‬
★নবউদ্দীপনা
★উচ্ছ্বাস
★অনল প্রবাহ
★তুরস্ক ভ্রমন (
‪#‎ভ্রমণ‬ কাহিনী )
★স্পেন বিজয়(
‪#‎মহাকাব্য‬)
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহঃ

প্রশ্নঃ নিম্ন তালিকার মধ্যে মহাকব্য রচনা করেন- উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ‘তুরস্ক ভ্রমণ’ নামক ভ্রমণ কাহিনী কে রচনা করেছেন?উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ কোনটি? উত্তরঃ তিনটিই
প্রশ্নঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? উত্তরঃঅনল প্রবাহ
প্রশ্নঃ দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী কোন উপন্যাস রচনা করেন? উত্তরঃরায়নন্দিনী
প্রশ্নঃ ‘রায়নন্দিনী’ উপন্যাসটির রচয়িতা কে? উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? উত্তরঃ সিরাজগঞ্জ
প্রশ্নঃ ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’ প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ উত্তরঃ রায়নন্দিনী
প্রশ্নঃ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন–উত্তরঃ ১৮৭৯
প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ রচনা করেন কে? উত্তরঃসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ কোনটি ইসমাইল হোসেন সিরাজী রচিত গ্রন্থ নয়? উত্তরঃ তরঙ্গভঙ্গ
প্রশ্নঃ ‘স্পেন বিজয়’ কাব্যের রচয়িতা কে? উত্তরঃসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ ‘অনল প্রবাহ’ কাব্যটি কার? উত্তরঃইসমাইল হোসেন সিরাজী
প্রশ্নঃ শিবমন্দির, অমিয়ধারা গ্রন্থগুলোর রচয়িতা কে? উত্তরঃ কায়কোবাদ
প্রশ্নঃ ‘রায় নন্দিনী’ কার রচনা? উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী