Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Lazminur Alam on March 12, 2016, 02:50:06 PM
-
পৃথিবীতে এ মুহূর্তে সবচেয়ে বেশি মার খাওয়া বস্তুটির নাম বোধ হয় বল! বিশেষ করে ক্রিকেটের বল। চলছে মারকাটারি টি-টোয়েন্টি বিশ্বকাপের মৌসুম, বল তো মার খাবেই। উল্টো দিকে এই বলই আবার বোলারের ‘বল’ বা একমাত্র অস্ত্র। এই অস্ত্রেই ঘায়েল হয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শচীন, রিকি পন্টিং কিংবা হালের তামিম ইকবালরা। নানান বলের কথা বলে যাই আমরা, পড়ুন এবার।
http://www.prothom-alo.com/pachmisheli/article/796099/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%B2