Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on March 13, 2016, 04:58:19 PM

Title: বাংলাদেশ-ওমানের সম্ভাব্য একাদশ
Post by: Md. Alamgir Hossan on March 13, 2016, 04:58:19 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ২০১৬ -এর মূলপর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে রবিবার’ই পর্দা নামছে এবারের আসরের বাছাইপর্বের। বাছাইপর্বের বাঁধা পেরিয়ে ইতিমধ্যে গ্রুপ ‘বি’ থেকে মূলপর্বে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। তবে গ্রুপ ‘এ’ থেকে কোন দল পাচ্ছে মূল পর্বের টিকেট তা এখনো নির্ধারিত না হলেও, রবিবারের এই ম্যাচ থেকেই পাওয়া যাবে এ বিষয়ের সুরাহা।

গ্রুপ ‘এ’ তে থাকাবাংলাদেশ ও ওমান সমান সংখ্যক ২ ম্যাচ খেলে যৌথভাবে ৩ পয়েন্ট অর্জন করলেও নেট রান রেটে ওমানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। যার ফলে সুপার টেন-এর টিকেট পাওয়ার দৌঁড়ে ওমানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে টাইগাররা।

তবে নেট রান রেটে পিছিয়ে থাকলেও মূলপর্ব নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ওমান। পাশাপাশি আয়ারল্যান্ডকে হারানোর আত্নবিশ্বাস কাজে লাগিয়ে এই ম্যাচে বাংলাদেশকেও রুখে দিতে চায় তারা। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানা গেল ওমানের দলপতি সুলতান আহমেদের কাছথেকে।

অপরদিকে, প্রতিপক্ষকে ছোট করে না দেখে সমান গুরুত্ব দিয়ে খেলতে চায় টাইগাররা। এছাড়া সুপার টেন-এর টিকেট নিশ্চিতের জন্য বেশ সর্তকতার সাথেই প্রতিপক্ষকে মোকাবেলা করতে প্রস্তুত তারা।

তবে সব কিছুকে ছাপিয়ে ধর্মশালার আবহাওয়া। গতদিনের মত এই ম্যাচেও থাকছে বৃষ্টিপাতের আশংকা। শেষ পর্যন্ত যদি বৃষ্টির জন্য ম্যাচ মাঠে না গড়ায় কিংবা পন্ড হয় তাহলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে টাইগাররা পাবে মূল পর্বের টিকেটের দেখা। যদিও মাঠে খেলা গড়াক টাইগারদের পাশাপাশি টাইগার ভক্তদেরও মনে এখন একটাই চাওয়া।

প্রতিপক্ষ আর আবহাওয়ার কথা মাথায় রেখে রবিবারের ম্যাচে ৪ পেসার ও ১ স্পেশালিস্ট স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। অপরদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার ম্যাচের একাদশ কোন পরিবর্তন না এনেই মাঠে নামতে পারে ওমান।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মিথুন আলী, মাশরাফি মর্তুজা, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

ওমান দলের সম্ভাব্য একাদশঃ জেসান মাকসোদ, খয়ের আলী, জতিন্দ্র সিং, আদনান ইলিয়াস, মেহরান খান, আমীর, য়ামীর আলী, সুলতান আহমেদ, লচিতা এবং আনসারী।