Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Children => Topic started by: taslima on March 14, 2016, 10:03:04 AM

Title: শিশুরকে ওষুধ খাওয়ানো নিয়ে বাবা-মা যে ছয়টি ভুল করে থাকেন
Post by: taslima on March 14, 2016, 10:03:04 AM
১। একটি ভুল অনেক বাবা-মা করে থাকেন আর তা হলো শিশুকে যতটা সময় ওষুধ খাওয়াতে বলা হয়েছে সেই সময়ের মধ্যে অসুখ ভালো না হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেই ওষুধ চালিয়ে নিয়ে যাওয়া যা বাস্তবিক পক্ষে কখনোই সম্ভব নয়। এতে করে শিশুর অসুখের গতিবিধি পরিবর্তন হয়ে মারাত্বক কিছু হয়ে যেতে পারে।
২। চিকিৎসকের বেঁধে দেওয়া কথা অমান্য করা আরেকটি বড় সমস্যা। এই ভুলটি কখনোই আপনার শিশুর ক্ষেত্রে করবেন না। আপনার মনে কোন কৌতুহল বা চিকিৎসকের কথায় খটকা লাগলে তা তাকে জিজ্ঞেস করে নিন। অযথা শিশুর উপর ওষুধ নিয়ে পরীক্ষা করবেন না।
৩। অনেক সময় মা-বাবা কারণ ছাড়াই শিশুদের ওষুধ খাওয়ান নিজেদের প্রয়োজন অনুযায়ী যা কখনোই উচিৎ নয়। যেমন অল্প ব্যথা হলেই পেইনকিলার খাওয়ানো, শিশু বেশিক্ষণ ঘুমিয়ে থাকার জন্য ঠান্ডার অষুধ খাওয়ানো এসব কাজগুলো শিশুর শরীরে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে।
৪। আরেকটি বড় সমস্যা হলো ওষুধের পরিমাপ ভুল করা। চিকিৎসাপত্রে দেওয়া বিধান অনুযায়ী শিশুকে ওষুধ দিন। এর চেয়ে কম বা বেশি নয়।
৫। শিশুর যতদিন নিজের হাতে ওষুধ খাওয়ার মতো জ্ঞান না হয় ততদিন শিশুকে নিজের হাতে ওষুধ খাইয়ে দেওয়া উচিৎ কিংবা শিশু ওষুধ খাওয়ার সময় বাবা-মা নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ কর উচিৎ। কোনভাবেই শিশুকে একা একা ওষুধ খেতে দেওয়া উচিৎ নয়।
উপরোক্ত ব্যাপারগুলো যাতে আপনার সন্তানের সাথে না ঘটে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা বিধানহয় সেদিকে খেয়াল রাখবেন বলেই আশা করা যায়।


http://www.hatihatipa.com/2015/09/10/1646/