Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on March 14, 2016, 01:39:04 PM

Title: সামনে আরও অনেক সেঞ্চুরি হবে : তামিম
Post by: Md. Alamgir Hossan on March 14, 2016, 01:39:04 PM
ক্রীড়া প্রতিবেদক, ধর্মশালা থেকে : রোববার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। ওমানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম।

 

ক্রিকেটের সবচেয়ে সীমিত পরিসরের এ আসরে সেঞ্চুরির স্বাদ পেয়ে তামিম জানান, সামনে আরও অনেক সেঞ্চুরি করবে বাংলাদেশের ক্রিকেটাররা।

 

রোববার ম্যাচ শেষে তামিম বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে পেরে আমি গর্ববোধ করছি। আশা করি সামনে আরও অনেক সেঞ্চুরি হবে।  যেভাবে সাব্বির ও সৌম্যরা খেলছে তাতে দ্রুত সেঞ্চুরি চলে আসবে। সাকিব ও মুশফিক তো আছেই।’

 

৮৮ থেকে ৬ মেরে ৯৪ এ পৌঁছান তামিম। এরপরই সেঞ্চুরির চিন্তা আসে তামিমের মাথায়। তামিম বলেন, ‘যখন ৬ মেরে ৯৪ রানে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে সেঞ্চুরি করার একটা সুযোগ আছে। তার আগ পর্যন্ত ওই রকম কিছু আমার মাথায় ছিল না। ’

 

কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার ওয়াদা করেছিলেন তামিম। সে ওয়াদা রাখতে পেরে তামিম খুশি। উচ্ছ্বাস নিয়ে তামিম বলেন, ‘কোচ জিজ্ঞেস করেছিল কে  সবার আগে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে পারবে? তখন আমি বলেছিলাম আমি আগে সেঞ্চুরি করবো। সৌভাগ্যবশত আজকে হয়ে গেছে। বেশ ভালোই লাগছে।’

 

এদিকে ওমানের বিপক্ষে সেঞ্চুরির ইনিংস খেলার পথে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। দেশসেরা এ ওপেনার জানান, এ অর্জনকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে চান তিনি, ‘এ অর্জন এমন পর্যায়ে নিয়ে যেতে চাই;  যাতে করে এটা ভাঙ্গতে অন্যদের কষ্ট হয়।’
Title: Re: সামনে আরও অনেক সেঞ্চুরি হবে : তামিম
Post by: Anuz on March 15, 2016, 12:05:20 PM
We are waiting for this. Best of luck for the T-20 World cup.