Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on March 15, 2016, 09:31:42 AM

Title: ব্যাটে রান, বলে উইকেট: সাকিবকে নিয়ে খুশি অধিনায়ক
Post by: Md. Alamgir Hossan on March 15, 2016, 09:31:42 AM
ক্যারিয়ারে বাজে সময় খুব একটা দেখেননি সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব বেশ কয়েকবার দখল করেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার হওয়ার বিরল সম্মানও অর্জন করেছেন। ব্যাটে- বলে সব সময়ই দলের সেরা পারফর্মার তিনি। মাঝখানে কিছু খারাপ দিন যাওয়ার পর আবার স্বরূপে সাকিব। তাকে ফর্মে ফিরতে দেখে খুশি অধিনায়কও।

mash happy with performance of shakib

গতকাল ওমানকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার ম্যাচে সাকিবের ব্যাট থেকে ৯ বলে এসেছে ১৭ রান। মেরেছেন দুটি চার ও একটি ছয়। প্রতিটি শটেই ছিলো হারানো আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার আভাস। পরে বল হাতে তিনিই দলের এক নম্বর বোলার। সাকিবের এমন পারফর্ম্যান্স নিশ্চয় তার নিন্দুকদেরও মুখ বন্ধ করে দিবে। একই সঙ্গে উচ্ছ্বাস ছড়াবে ভক্তদের মধ্যে।

তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে একে একে তুলে নিয়েছেন ওমানের চারটি উইকেট। তার বাঁহাতের স্পিন বোঝা বড্ড কঠিন ছিলো ওমানের মতো ছোটদলের। এর আগে এশিয়া কাপে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটিংয়ে দারুণ চমক দেখানো ওমান সাকিবের সামনে কিছুই করতে পারেনি।

ব্যাটে-বলে সাকিবের এমন ফর্মে ফেরার ইঙ্গিতে দারুণ খুশি মাশরাফি। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ার পর মাশরাফি বলেন, ‘সাকিবকে নিয়ে আমার কখনোই সংশয় ছিলো না। আমি জানতাম ও ফর্মে ফিরবেই। মাঝখানে বেশ কিছুদিন ওর ফর্ম যেমন ছিলো, আমার বিশ্বাস তা নিয়ে ও নিজেই খুশি ছিলো না।’

মাশরাফি মনে করেন এখন কিছু রান ও বল হাতে চারটি উইকেট পেয়ে আবারও নিজের সেরা রূপে ফিরবেন সাকিব। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে খেলতে হবে বড় বড় দলগুলোর সঙ্গে। সেখানে সাকিবের ভালো পারফর্ম নিঃসন্দেহে বাংলাদেশকে দলকে আরো এগিয়ে নিবে।
Title: Re: ব্যাটে রান, বলে উইকেট: সাকিবকে নিয়ে খুশি অধিনায়ক
Post by: Anuz on March 15, 2016, 11:57:14 AM
Everyone hopes that he will come back very soon with his original face. At last he can do it successfully.