Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on March 16, 2016, 12:29:23 PM

Title: বাংলাদেশের খেলায় মুগ্ধ হচ্ছি: অমিতাভ বচ্চন
Post by: Anuz on March 16, 2016, 12:29:23 PM
তিনি কোনো দিন বাংলাদেশে যাননি। কিন্তু টেলিভিশনে বাংলাদেশের ক্রিকেট থাকলে হাঁ করে দেখেন। ভারতীয় সিনেমার কিংবদন্তি অমিতাভ বচ্চন মনে করেন, এভাবে খেলতে থাকলে বাংলাদেশ একদিন বিশ্ব ক্রিকেট শাসন করবে। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের জন্য আরও একটা খবর, আজ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা অমিতাভ বচ্চন কিন্তু আগ্রহ নিয়ে দেখবেন। বলেছেন, ‘বাংলাদেশের জন্য আমার শুভেচ্ছা রইল।’
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ও সুজিত সরকারের প্রযোজনায় পিংক সিনেমার শুটিংয়ের জন্য অমিতাভ এখন দিল্লিতে। মজার কথা, দিল্লির যে এলাকায় তাঁর বাবা কবি হরিবংশরাই বচ্চনবাড়ি করেছিলেন, এখনো দিল্লি এলে যে বাড়ি অমিতাভের ঠিকানা, পিংক-এর শুটিং হচ্ছে সেই পাড়াতেই। সেখানেই তাঁর ভ্যানিটিতে বসে ভারতের সর্বকালের অন্যতম সেরা শিল্পী ও ভারতীয় বিনোদন জগতের ‘ভীষ্ম পিতামহ’ প্রথম আলোকে বললেন, ‘বাংলাদেশকে যত দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। কী খেলছে ছেলেগুলো! কী প্যাশন! আহা, চোখ জুড়িয়ে যায়।’
এই ‘প্যাশন’ই অমিতাভকে মোহিত করে রেখেছে। বললেন, ‘দেশকে ভালো না বাসলে এই প্যাশন বোধ হয় আসতে পারে না। ঢাকায় এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ওই ছেলেগুলো যখন হারাচ্ছিল, আমি ওদের চোখমুখগুলো অবাক হয়ে দেখছিলাম। যেন বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছু নেই! বাংলাদেশের জয়ই যেন একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। মনে হচ্ছিল, জেতা ছাড়া ওদের আর কোনো লক্ষ্য নেই। যেন এই খেলার ওপরই নির্ভর করছে ১৬ কোটি মানুষের বাঁচা-মরা। এই প্যাশন আমি বহুদিন কোনো দেশের ১১ জনের চোখে-মুখে দেখিনি।’ভারতের দিল্লির গুলমোহর পার্কে পিংক ছবির শুটিংয়ে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। ছবি: প্রথম আলোকী করে এই প্যাশন আসে?