Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: Anuz on March 20, 2016, 03:18:24 PM
-
বিয়ের আগে
বিয়ের কথা ভাবা হচ্ছে বুদ্ধিমত্তার বিপক্ষে কল্পনার জয়।
দুজনই বলে, তারা একে অন্যের জন্য নরকে পর্যন্ত যেতে রাজি।
তারা এমনই ভালোবাসে, যে ভালোবাসা অন্ধ!
মনে হয় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হবে।
ছেলেরা ভাবে, তাদের জীবনে কোনো ভুল নেই।
বিয়ের পরে
দ্বিতীয় বিয়ের কথা ভাবা হচ্ছে অভিজ্ঞতার বিপক্ষে আশাবাদের জয়।
তাদের সে আশা পূর্ণ হয়েছে, তারা একসঙ্গেই সংসার করে।
তাদের চোখ খুলে যায়।
মনে হয় বিয়ের পরই আসলে অনেক ঝক্কিঝামেলা শুরু হতে যাচ্ছে।
থাক সে কথা! এটা ছাপা হওয়ার দুই দিন পরে হলেও তো আমাকে বাসায়ই ফিরতে হবে। তাই না?
-
:D ;D :)
-
;D