Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Anuz on March 20, 2016, 03:49:22 PM

Title: দেশের প্রথম নিউরোসার্জনের মৃত্যু: বিএসএমএমইউ’র উপাচার্যের শোক প্রকাশ
Post by: Anuz on March 20, 2016, 03:49:22 PM
দেশের প্রথম নিউরোসার্জন অধ্যাপক রশিদ উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।রোববার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।বিজ্ঞপ্তিতে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।অধ্যাপক ডা. রশিদ উদ্দিন আহমদ শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রশিদ উদ্দিন আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।