Daffodil International University
Health Tips => Protect your Health/ your Doctor => Children => Topic started by: taslima on March 23, 2016, 12:36:18 PM
-
ডোরেমনসহ আকাশ সংষ্কৃতির এই যুগে টেলিভিশনের খারাপ এবং ভালো প্রভাব নিয়ে বিভিন্ন জনের রয়েছে ভিন্ন মতবাদ। অনেক বাবা-মা আবার তাঁদের সন্তানদের টেলিভিশনের কাছেই ঘেঁষতে দেন না এই ভয়ে যে তাঁদের সন্তান হয়তো ভালোটা রেখে খারাপ দিকটিই গ্রহণ করতে পারে। কিন্তু টেলিভিশনও যে একটি শেখার, মানসিকভাবে শিশুকে তৈরি করার মাধ্যম তা নিয়ে দ্বিমত থাকার কথা নয় কারোই। তাই আজ রয়েছে শিশুকে টেলিভিশন দেখার ব্যাপারে বাবা-মা কি ধরনের দিক- নির্দেশনা দিতে পারেন সে বিষয়ে কিছু কথাঃ
১। টেলিভিশন দেখার সময় হবে একেবারেই নির্দিষ্ট।
২। শোবার ঘরে, খাবার সময়, হোমওয়ার্কের সময় শিশু যাতে টেলিভিশন না দেখে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন একই সাথে আপনার সন্তান দুটো কাজ সমান মনোযোগের সাথে করতে পারবে না।
৩। সপ্তাহের একটি দিন রাখুন যেদিন পরিবারের কেউ টিভি দেখবে না। সেই সময়টি পুরো সপ্তাহের বিভিন্ন কথা সবার সাথে শেয়ার করা, গল্প করা, আনন্দের সাথে কাটানোর ব্যবস্থা করুন। এতে টিভির প্রতিও খুব বেশি নেশ শিশুর হবে না আবার পরিবারের বন্ধনও অটুট থাকবে।
৪। শিশু টিভিতে কি দেখছে তার দিকে নজর রাখুন প্রথম থেকেই। শিশুকে শিক্ষামূলক, মজার বিনোদনমূলক কোন অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন যাতে আকাশ সংস্কৃতির কোন প্রভাব তার উপর না পড়ে।
৫। এমন কোন অনুষ্ঠান দেখুন যা পরিবারের সবাই একত্রে বসে দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে।
৬। নিজে এমন কিছু দেখবেন না যা শিশুর মনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
৭। শিশুর সাথে টিভিতে দেখা অনুষ্ঠানগুলো কেমন হচ্ছে, তার কেমন লাগছে তা নিয়ে আলোচনা করুন। এতে করে আপনার সাথে সন্তানের বন্ধন আরো বেশি দৃঢ় হবে।
http://www.hatihatipa.com/2014/09/26/1474/