Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on March 31, 2016, 05:22:11 PM
-
সজোরে ব্যাট হাঁকিয়ে বল সরাসরি মাঠের বাইরে পাঠানো, এই তো এখনকার ক্রিকেটের আসল বাহাদুরি। তবে বল বাতাসে ভাসিয়ে সীমানা পার করলেই এখন আর বাহবা মেলে না। সঙ্গে কত দূরে ফেলতে পারলেন, সেটিও ব্যাপার। প্রতিটি ছক্কার দূরত্ব তাই দেখিয়ে দেওয়া হয় এখন।
এবারের টুর্নামেন্টে ব্যাটসম্যানদের সবগুলো ছক্কার দূরত্ব বের গড় করেছে আইসিসি। সেই গড় থেকেই জানা যাচ্ছে, লম্বা ছক্কা মারতে ওস্তাদ কারা। চলুন জেনে নিই কারা আছে সেই তালিকার শীর্ষ দশে। তবে পুরো টুর্নামেন্টে অন্তত ৫টি ছক্কা আছে এমন ব্যাটসম্যানদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। গড় করার সুবিধার্থেই এটি করা হয়েছে।
শীর্ষ দশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দুজন করে খেলোয়াড় আছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের। আর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আছেন একজন করে। টুর্নামেন্টে ১৪টি ছয় মেরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক তামিম ইকবাল। কিন্তু এই তালিকায় জায়গা করে নিতে পারেননি। দশজনের তালিকায় জায়গা হয়নি আয়োজক ভারতের কোনো ব্যাটসম্যানের।
সাত ম্যাচে সাকিবের ছয় ৫টি। প্রতিটির দূরত্ব গড়ে ৮৫.৬০ মিটার। একমাত্র বাংলাদেশি হিসেবে এই তালিকায় আছেন তিনি।