Daffodil International University
IT Help Desk => ICT => Topic started by: Anuz on April 03, 2016, 11:07:43 AM
-
ফুজি ফিল্মের ইন্সট্যাক্স ক্যামেরা বাজারে এনেছে জেএমই করপোরেশন। এই ক্যামেরায় ছবি তোলার সঙ্গে সঙ্গেই হাতে পাওয়া যাবে ছবির মুদ্রিত কপি। ক্যামেরার ভেতরেই রাসায়নিক পদার্থের সাহায্যে ছবি মুদ্রণের ব্যবস্থা আছে। দাম ৫,৯৯০ থেকে ১২,৯০০ টাকা পর্যন্ত।