Daffodil International University
Faculty of Humanities and Social Science => English => Topic started by: Md. Nuruzzaman Moral on April 03, 2016, 11:18:44 AM
-
লাশ অর্চনা
প্রাতঃরাশ ছেড়ে রিমোট হাতে
দূরদর্শনে মগ্ন,
চ্যানেলের পর চ্যানেল মাড়িয়ে
হৃদয় আমার ভগ্ন।
একটিও লাশের খবর নাই
এ কেমন প্রভাত ভাই?
লাশের নেশায় মত্ত আমার মন,
লাশই আমার নব্য স্বরূপ, লাশই আমার পণ।
লাশই আমার ঈশ্বর যাপনা, সকাল দুপুর সাঁঝে,
লাশই আমার নতুন ধর্ম, নব্য প্রীতির মাঝে।
লাশই আমার নতুন নীতি, লাশেই ছড়াই নব্য ভীতি,
লাশের মাঝে সুর তুলে আজ, ছড়াই নব্য গীতি।
গীতের সুরে মূর্ছা যেয়ে, হটাৎ ফেরে জ্ঞান,
কেউ আমারে প্রশ্ন করে, মানুষ হইসনা ক্যান?
নিজেকে নিজে প্রশ্ন করি, মানুষ কিরে ভাই?
মনুষ্যত্বের ক্ষয়িষ্ণুতায় করি হায় হায়।
-
...superb expressions Sir :)
Afroza Akhter Tina
Senior Lecturer
Department of English, DIU
-
It is an echo of my mind.
-
Nuruzzaman Sir: You spoke everyone's mind I am sure.
-
Good one........... :)
-
strong sarcasm!
-
sarcasm or reality?
-
Spectacular nightmare cross through the wind
Man...! Will you be still blind?
You said about the very right disorder of (Man kind...??). I don't know what will happen in future... but nothing good is happening today...it's clear.
Thank you sir... for your bold Voice. :)
-
Very good poetic verse, Sir.
-
Wow..a cool poem.
-
Very good in deed, and reality is within the poem.
-
dictions and images are praise worthy
-
Politicians, well portrayed.