Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on April 11, 2016, 03:58:37 PM
-
একটু চমক হয়েই এসেছিল সিদ্ধান্তটা। বাবার মৃত্যুতে ওয়েস্ট ইন্ডিজে উড়ে গিয়েছিলেন সুনীল নারাইন। ক্যারিবীয় অফ স্পিনারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিংয়ের মূল দায়িত্ব সাকিব আল হাসানের ওপরেই বর্তানোর কথা। অথচ সাকিবই প্রথম একাদশে সুযোগ পেলেন না। আর তাঁর জায়গায় সুযোগ পেয়ে বাজিমাত করে দিলেন ব্র্যাড হগ। কাল হগ-চাওলাদের নিয়ে গড়া কেকেআর যেভাবে বোলিং করে দিল্লিকে গুঁড়িয়ে দিল, সাকিবভক্তদের অনেকের প্রশ্ন, কেকেআরে সাকিবের জায়গা কি অনিশ্চিত হয়ে গেল?
কাল ৪৫ বছর বয়সী হগ যেভাবে বল করেছেন, তাঁকে বাদ দেওয়া কঠিনই। ‘বুড়ো আঙুলে’র ভেলকি দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে ১৬টি আবার ডট বল। পীযূষ চাওলার সঙ্গে দুজন রীতমতো ঘোল খাইয়ে ছেড়েছেন দিল্লি ডেয়ারডেভিলসকে। আর দলের ৯ উইকেটের জয়টা দর্শক হয়ে দেখতে হয়েছে সাকিবকে।