Daffodil International University

General Category => Common Forum => Topic started by: shaiful on April 18, 2016, 04:31:02 PM

Title: Notice for paying DIU academic fees through bKash
Post by: shaiful on April 18, 2016, 04:31:02 PM
সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে bKash এর মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের একাডেমিক ফি পরিশোধ করতে পারবে। এ ক্ষেত্রে নিয়মিত বিকাশ ফি প্রতি হাজারে ২০ টাকার পরিবর্তে ১২ টাকা চার্জ প্রযোজ্য হবে।

সুতরাং লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টাকা জমা দেওয়ার চেয়ে bKash এর মাধ্যমে ফি পরিশোধের এই সুবিধা গ্রহণ করলে পরিশ্রম এবং সময় দুইটাই সাশ্রয় হবে।

বিকাশ নাম্বারঃ
Main Campus # 01847027541
Uttara Campus # 01811458886
Permanent Campus, Ashulia # 01811458885

বিকাশের মা্ধ্যমে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন নিচের সংযুক্তি থেকে-