Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on May 08, 2016, 10:26:32 PM

Title: সাকিবের ব্যাটে ছক্কার ঝড়, কাঁপছে গ্যালারী
Post by: Tofazzal.ns on May 08, 2016, 10:26:32 PM
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সকে টস জিতে ব্যাট করতে পাঠাল গুজরাট লায়ন্স। আজও দলে রায়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে রায়নাদের বিরুদ্ধে জয় ধরে রাখাই লক্ষ্য এখন গম্ভীর বাহিনীর। যদিও ইডেনের পিচ বলছে আজ
তৃতীয় ওভারে নাইট শিবিরে প্রথম আঘাতটি অবশ্য আনেন প্রবীন কুমার।কুমারের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন কলকাতার অধিপতি।
একই ওভারের তৃতীয় বলে কুমারের দ্বিতীয় শিকারে পরিনত হয় মানিষ পান্ডে। কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যাদের ব্যর্থতায় মাত্র ২৪ রানে ৪ ইউকেট হারায় গম্ভীরবাহিনী। বিপর্যস্ত কলকাতাকে টেনে তুলতে ব্যাট হাতে সাকিবের সাথে জুটি বাধে ইউসুফ পাঠান।
ইতিমধ্যে ৮৪ রানে পার্টনারশিপ করে এই জুটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতার সংগ্রহ ৪ ইউকেট হারিয়ে ১৩২ রান। সাকিব ৩৯ বলে ৪৬ ও পাঠান ৩৭ বলে ৫৯ রান নিয়ে ব্যাট করছে।