Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on May 09, 2016, 03:27:02 PM

Title: টাইগারদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছে মুরালি-ওয়ার্ন! আলোচনা চলছে!
Post by: Tofazzal.ns on May 09, 2016, 03:27:02 PM
গত কয়েক এক বছরে ক্রিকেটে অনেক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আর এই সাফল্যর অন্যতম কারণ হলো টাইগারদের পেস বোলিং।  তবে বেশ কিছুদিন ধরেই স্পিন সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।দলের স্পিনারদের অবস্থা তেমন একটা ভালো নয়। তাই বিসিবি পেস বোলারদের মতো স্পিন বোলারদের জায়গাটাও শক্তিশালী করতে চায়। সেই লক্ষ্যেই ক্রিকেট বিশ্বের তিন কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, পাকিস্তানের সাকলাইন মুস্তাক ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের সঙ্গে আলোচনা করেছে বিসিবি।

তাদেরকে বিভিন্ন মেয়াদে নিয়োগ  দেয়ার পরিকল্পনা করছে বোর্ড। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। খুব শিগগিরই নাকি এ বিষয়ে জানা যাবে। এমন তথ্যই দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির প্রধান আকরাম খান। বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের স্পিন আক্রমণকে আরো শক্তিশালী করতে হবে। এর জন্য সাকলাইন মুস্তাক, মুত্তিয়া মুলালিধরন ও শেন ওয়ার্নকে বিভিন্ন মেয়াদে নিয়োগ দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।