Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Beauty Tips => Topic started by: Sahadat Hossain on May 12, 2016, 10:29:14 AM

Title: মধু, নারকেল তেল ও লেবুর রস ব্যবহারে কী হয়?
Post by: Sahadat Hossain on May 12, 2016, 10:29:14 AM
সূর্যের ক্ষতিকর রশ্মি, কেমিক্যালসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার ও ময়লা-ধুলাবালির কারণে ত্বক কালচে হয়ে যায়।

তাই গরমের এই সময়টাতে চাই ত্বকের বাড়তি যত্ন। এ ক্ষেত্রে মধু, নারকেল তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। এই তিনটি প্রাকৃতিক উপাদান কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

কীভাবে ত্বকে এই তিনটি উপাদান ব্যবহার করবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগে।

যা যা লাগবে
নারকেল তেল দুই টেবিল চামচ, মধু দুই চা চামচ, লেবুর রস এক চা চামচ। মধু ত্বকে প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। অন্যদিকে লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। আর নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের জীবাণু ধ্বংস করে ত্বক নরম ও মসৃণ করে।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে নারকেল তেল, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক মুখে ব্যবহার করুন।
- See more at: http://www.deshebideshe.com/news/details/73675#sthash.0QKFCVgh.dpuf