Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: 750000045 on May 15, 2016, 02:19:31 PM
-
কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পরিকল্পনার (সিএসএফপি) আওতায় কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা অন্য সদস্য দেশে পড়ার সুযোগ পেয়ে থাকে। ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সংস্থা তার সদস্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের শিক্ষার্থীদের জন্য সিএসএফপি নামে নতুন এক বৃত্তি সুবিধা চালু করেছে। বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী পাবেন বিনা টিউশন ফিতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ। এ ছাড়া বৃত্তির সুবিধায় আবাসন ও বসবাসের আনুষঙ্গিক খরচ এবং বিমানে যাতায়াত খরচের সঙ্গে ৫০০ ডলার ভাতা পাবেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। কমনওয়েলথভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন বা এসিইউর ওয়েবসাইটে প্রকাশিত বৃত্তির বিজ্ঞপ্তিতে যোগ্যতায় বলা হয়েছে যে বিষয়ে ভালো ফলসহ স্নাতক পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ জুন।
বিস্তারিত: https://goo.gl/fKx607
-
Informative indeed.
Regards,
D.G. Y. Showrav
Lecturer
Dept. of Business Administration.