Daffodil International University

General Category => Common Forum => Topic started by: shawket on May 22, 2016, 03:43:40 PM

Title: বাড়ির চারপাশে বাগান তৈরি করে 'সুমেরু শেয়াল'
Post by: shawket on May 22, 2016, 03:43:40 PM
বাড়ির চারপাশে বাগান তৈরি করে 'সুমেরু শেয়াল'

বিশ্বের সবচেয়ে উত্তরের অঞ্চলে বসবাসকারী সুমেরু শেয়ালের কথা অনেকেই শুনেছেন। কিন্তু এ শেয়ালের যে এত গুণ, তা অনেকেরই জানা নেই। সম্প্রতি জানা গেছে, এ শেয়ালরা তাদের বাসস্থানের বাইরে মনোরম বাগান তৈরি করে, যা জেনে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক।

সুমেরু অঞ্চলে মাটির নিচে গর্ত করে বাস করে আর্কটিক শেয়াল। এ শেয়ালের বাসস্থানের চারপাশে বেশ মনোরম ফুলের গাছ দেখে অবাক হয়েছিলেন বন্যপ্রাণী বিশারদ ব্রায়ান পার্সন।

তিনি জানান, তাদের বাসস্থানের চারপাশে দেখা যায় উজ্জ্বল সবুজ ও বাদামি রংয়ের ছড়াছড়ি। তিনি প্রায় এক দশক ধরে উত্তর আলাস্কা অঞ্চলের মাংসাশী প্রাণীদের নিয়ে গবেষণা করেন। এতে তিনি জানতে পারেন শেয়ালদের এ অদ্ভুত আচরণের বিষয়টি।
শেয়ালদের কার্যক্রম অনুসন্ধানের জন্য ব্রায়ান পার্সন স্যাটেলাইট-কলার সিস্টেম ও আধুনিক অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন। তিনি জানান, সুমেরু শেয়াল অত্যন্ত দ্রুত স্থান পরিবর্তন করে।

ব্রায়ান পার্সন এ শেয়ালগুলো সম্পর্কে বলেন, সে এলাকায় বিপুল সংখ্যক এ ধরনের শেয়াল রয়েছে। তারা বাগান তৈরি করতে ওস্তাদ। তিনি বলেন, 'এ প্রাণীরা সার প্রয়োগ করে এবং বাস্তবে একটি করে বাগান তৈরি করে।'

কিন্তু কিভাবে তারা বাগান তৈরি করে? শীতকালে বেশ কয়েক মাস এ অঞ্চলের তাপমাত্রা দুই ডিজিটের মাইনাস ডিগ্রিতে পৌঁছায়। এ সময় শেয়ালদের মাটির গর্তে লুকিয়ে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। এ সময় তারা তাদের বাসস্থানের বাইরেই মলত্যাগ করে। আর এ মলগুলো বহুদিন ধরে জমতে জমতে বেশ খানিকটা উঁচু হয়ে যায়। পরবর্তীতে এ মলগুলোর ওপর জন্মায় ফুলের গাছ। ফুলের গাছগুলো তাদের বাসস্থানকে বেশ মনোরম করে তোলে।

Source: http://www.kalerkantho.com/online/miscellaneous/2016/05/22/361356
Title: Re: বাড়ির চারপাশে বাগান তৈরি করে 'সুমেরু শেয়াল'
Post by: mominur on May 22, 2016, 03:49:33 PM
Interesting..........