Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on May 23, 2016, 10:16:23 AM

Title: সাকিবকে অভিনন্দন দিলেন গম্ভীর
Post by: Tofazzal.ns on May 23, 2016, 10:16:23 AM


টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে হায়দ্রাবাদ সানরাইজার্সেরের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই লড়াইয়ে জয় পেয়েছে কলকাতা। হায়দ্রাবাদকে ২২ রানে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে এই দলটি।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইউসুফ পাঠান এবং মনিষ পান্ডের ব্যাটে ১৭১ রান সংগ্রহ করে তারা; জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই থামতে হয় সানরাইজার্সদের।

এই ম্যাচে একে অপরের বিপক্ষে খেলেছেন মুস্তাফিজ এবং সাকিব। ব্যাটিংয়ে সাকিব করেছেন মাত্র সাত রান তবে বোলিংয়ে একটু খরুচে হলেও তুলে নিয়েছেন ভয়ঙ্কর যুবরাজের উইকেটটি।
 আর জন্য ম্যাচেশেষে অলরাউন্ডার সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর।

অপরদিকে মুস্তাফিজও নিজের চার ওভারে রান দিয়েছেন ৩২; সাকিবের থেকে যা দুই কম, সেই সাথে উইকেটও নিয়েছেন একটি। জ্যাসন হোল্ডারকে ফিরিয়েছেন তিনি।

এদিকে ম্যাচ শেষে বেশ স্বস্তিতেই রয়েছেন কলকাতার দলপতি গৌতম গম্ভীর। প্রশ্নোত্তর পর্বে তিনি জানালেন, দলের এমন জয়ই চান তিনি, সেই সাথে এই ম্যাচকে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে কঠিন ম্যাচও বলেছেন তিনি। পুরো দলকেও অভিনন্দন জানান তিনি। সামনের ম্যাচগুলোতে আরও ভালো ক্রিকেট প্রদর্শনেরও অঙ্গীকার করেন তিনি।