Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Tofazzal.ns on May 23, 2016, 10:20:07 AM

Title: মায়ের রচনা লিখে বিশ্বকে কাঁদালো শিশু!
Post by: Tofazzal.ns on May 23, 2016, 10:20:07 AM
পরীক্ষার খাতায় মায়ের রচনা লিখে বিশ্বের কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে এক বালক। ১১ বছরের ওই বালক পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষায় মা সম্পর্কে রচনা লিখতে বলা হয়। বালকটির মা মারা গেছেন।

মা ছাড়া সে কত কষ্টে আছে তাই পরীক্ষার খাতায় লিখে বালকটি। শিক্ষক পরীক্ষার ওই খাতার ছবি ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়।

গল্পের নায়ক মিশরের ওসামা আহমাদ হাম্মাদ। ওসামা সিনাই প্রদেশের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়। এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছিলো, ‘আমার মা মারা গেছেন। মা মারা যাওয়ার সঙ্গে আমার সবকিছুই শেষ হয়ে গেছে।’

ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে অনলাইনে পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।তিনি বলেছেন, ওসামার লেখাপড়াসহ সব খরচ তিনি বহন করবেন।

এর আগে সিনাই প্রদেশের গভর্নর ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণের প্রস্তাব দিয়েছেন।