Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Tofazzal.ns on May 23, 2016, 10:23:58 AM
-
১৪ ম্যাচে ৫৩ ওভারে ৩৫৬ রান দিয়ে আইপিএলে মুস্তাফিজের উইকেট ১৬.
প্রথমবারের মতো আইপিএল খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। আর আইপিএলের অভিষেক আসরেই বোলিংয়ে শীর্ষে উঠে আসার সুযোগ চলে এসেছে মুস্তাফিজের সামনে।
কিন্তু সেই সুযোগটা বাস্তবায়ন হচ্ছে না। কখনও হয়তো ফিল্ডারদের ক্যাচ মিচের কারণে। আবার হয়তো আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে।
১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এখন মুস্তাফিজের অবস্থান ৪র্থ। সতীর্থরা ক্যাচ মিস না করলে হয়তো শীর্ষস্থানে মুস্তাফিজের নামই দেখা যেত। তবে এখনও শীর্ষে ওঠার সুযোগ শেষ হয়ে যায়নি।