Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on May 29, 2016, 10:22:45 AM
-
Here I quote a news:
দাগেস্তানের হোসেন শেখ আহমাদোফকে বিশ্বের সবচেয়ে প্রবীণ হাফেজ হিসেবে মনে করা হচ্ছে।
পবিত্র কোরআনের এই শতবর্ষী হাফেজ হোসেন শেখ আহমাদোফ ১৮৯৬ সালে দাগেস্তানের একটি শহরে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ১২০ বছর।
এই বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং অন্যদেরকেও কোরআন শিক্ষা দেন।
প্রবীণ এই হাফেজে কোরআন ১২০ বছরের মধ্যে প্রায় ৫০ বছর কোরআন শিক্ষা দানের কাজে ব্যয় করেছেন। এখনও তিনি সম্পূর্ণরূপে সুস্থ। এমনকি চশমা ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারেন।
ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-২৫ ৭:৪৯:২৪ পিএম
I think it will inspire us.