Daffodil International University
General Category => Common Forum => Topic started by: khyrul on June 01, 2016, 11:56:22 AM
-
'আবেল' একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর নরওয়ে সরকার এক বা একাধিক গণিতবিদকে কে গণিতে বিশেষ অবদানের জন্য প্রদান করে থাকে।
এই পুরস্কারটি বিখ্যাত নরওয়েজীয় গণিতজ্ঞ নিল্স হেনরিক আবেলের নামে নামকরণ করা হয়েছে। নরওয়েজীয় সরকার এর প্রচলন শুরু করে ২০০১ সালে। আবেল পুরস্কার বিশ্বব্যাপী গণিতের "নোবেল পুরস্কার" নামে সুপরিচিত।
এই পুরস্কারের অধীনে বিজয়ীকে ৬ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন প্রদান করা হয় (৳৭৩০,৮০০ মার্কিন ডলারের সমতূল্য)। পুরস্কারটির বোর্ড আবেল সম্মেলন নামের একটি বার্ষিক সম্মেলনেরও আয়োজন করে থাকে যা নরওয়েজিয়ান ম্যাথমেটিকাল সোসাইটি দ্বারা পরিচালিত হয়। আবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইউনিভার্সিটি অব অসলোর আইন অনুষদ ভবনে আয়োজিত হয়।
আবেল পুরস্কারের ধারণাটি প্রথম প্রস্তাব করেন খ্যাতিমান নরওয়েজীয় গণিতবিদ সোফাস লি (১৮৪২-১৮৯৯)। তিনি যখন জানতে পারলেন যে নোবেল পুরস্কারের অধীনে গণিত ক্ষেত্রে কোন পুরস্কার নেই, তখন এধরণের একটি পুরস্কারের প্রস্তাব করেন। তবে সোফাস লির মৃত্যুর কারণে পুরস্কারটির প্রচলনে ব্যাঘাত ঘটে। রাজা দ্বিতীয় অস্কার ১৯০২ সালে পুরস্কারটি চালু করার উদ্যোগ নিলেও তা অসফল হয়।
(collected)
-
Good In-formations......... :)