Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: raiyan on June 02, 2016, 04:18:52 PM

Title: স্টার্টাপের সময় কম করুন
Post by: raiyan on June 02, 2016, 04:18:52 PM
অনেক কম্পিউটারে আমরা অনেক ধরনের software ব্যবহার করি যা স্টার্টাপের সময় লোড হয়।যার ফলে এতে প্রচুর সময় লাগে। এই সমস্যা আপনি খুব সহজে সাড়াতে পারেন। এর জন্য আপনাকে নিচের কাজ গুলো করতে হবে। start>run এ গিয়ে msconfig কমান্ডটি লিখতে হবে।এরপর একটি box আসবে যাতে startup এ গিয়ে আপনার যে প্রগ্রাম দরকার তা রেখে অন্যসব আনচেক করুন। এখন ok দিলে restart করুন। এরপর দেখুন আপনার অনেক সময় কম লাগছে।
Title: Re: স্টার্টাপের সময় কম করুন
Post by: raiyan on June 02, 2016, 05:23:38 PM

অনেক কম্পিউটারে আমরা অনেক ধরনের software ব্যবহার করি যা স্টার্টাপের সময় লোড হয়।যার ফলে এতে প্রচুর সময় লাগে। এই সমস্যা আপনি খুব সহজে সাড়াতে পারেন। এর জন্য আপনাকে নিচের কাজ গুলো করতে হবে। start>run এ গিয়ে msconfig কমান্ডটি লিখতে হবে।এরপর একটি box আসবে যাতে startup এ গিয়ে আপনার যে প্রগ্রাম দরকার তা রেখে অন্যসব আনচেক করুন। এখন ok দিলে restart করুন। এরপর দেখুন আপনার অনেক সময় কম লাগছে।