Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: suvro.dhaka on June 13, 2016, 04:57:37 PM

Title: প্রয়োজনীয় কিছু টেক টিপস জেনে নিন
Post by: suvro.dhaka on June 13, 2016, 04:57:37 PM
প্রয়োজনীয় কিছু টেক টিপস জেনে নিন
[imghttp://techzoom.tv/wp-content/uploads/2016/06/jibon.jpgimg]

ভুলক্রমে মেসেজ পাঠানো বন্ধ করতে
অনেকেই ভুল প্রাপকের কাছে কিংবা ভুল করে মেসেজ পাঠিয়ে ফেলেন। এরপর পাঠানোর মুহূর্ত থেকে তা বন্ধ করার চেষ্টা করেন। যদিও তা প্রায়ই সম্ভব হয় না। এক্ষেত্রে কী করবেন দ্রুত মেসেজটি পাঠানো বন্ধ করতে?
মেসেজ পাঠানোর পর তা যদি আপনার ফোন থেকে চলে যায় তাহলে আর কিছু করার নেই। কিন্তু তা যখন সেনডিং-এ থাকে তাহলে সহজ একটি উপায়ে তা বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে মেসেজটি যখন সেনডিং দেখাচ্ছে তখন দ্রুত আপনার স্মার্টফোনটিকে এয়ারপ্লেন মোডে নিয়ে যান। এজন্য বিভিন্ন ফোনের বিভিন্ন অপশন রয়েছে। আপনার স্মার্টফোনে এয়ারপ্লেন মোডটি কোথায় তা আগে থেকেই জেনে নিন। বহু ফোনেই এ মোডটি আনার জন্য কন্ট্রোল সেন্টার আনতে হয়। এরপর এয়ারপ্লেন মোড চালু করতে হয়। অনেক ফোনে আবার কোনো বাটন চাপলেই চলে আসে। কিছু অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনের ওপরের ডান পাশ থেকে নিচে সোয়াইপ করলেই সেটিংস পাওয়া যাবে। সেখান থেকেই দ্রুত এয়ারপ্লেন মোড চালু করা যায়।
এয়ারপ্লেন মোডে গেলে আপনার মোবাইল থেকে মেসেজ পাঠানো বন্ধ হয়ে যাবে। এরপর আপনি মেসেজে ঢুকে তা ডিলিট করে দিতে পারবেন।

যখন-তখন মেসেজ আসা বন্ধ করুন
আপনি হয়ত কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন এ অবস্থায় মেসেজ এসে আপনার কাজের মনোযোগ নষ্ট করে। এ ধরনের পরিস্থিতিতে যেন পড়তে না হয় সেজন্য আপনি একটি এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এটি আপনার ইনবক্সকে কিছুক্ষণের জন্য বন্ধ করতে সহায়তা করবে। এক্ষেত্রে গুগল ক্রোমের Inbox Pause ব্যবহার করতে পারেন। এটি আপনার জিমেইলসহ বিভিন্ন অ্যাপের ইনকামিং মেসেজ বন্ধ করে রাখতে পারবে। এটি কাস্টমাইজ করেও ব্যবহার করা যায়।